২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়েন করণ সিং গ্রোভার ও বাঙালি কন্যে বিপাশা বসু। এরপর ২০২২-এর নভেম্বরে মেয়ের মা হন বিপাশা। ছোট্ট দেবীর সঙ্গে ইতিমধ্যেই সকলের আলাপ হয়েছে। প্রায়দিনই একরত্তির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিপাশা ও করণ। তবে জন্মের পর সদ্যোজাত দেবীকে কম লড়াই করতে হয়নি। মেয়েকে তাই 'যোদ্ধা' বলেই তুলে ধরেন বিপাশা।
মাত্র তিনমাস বয়সে 'ওপেন হার্ট সার্জারি' হয়েছিল ছোট্ট দেবীর। সেবিষয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা করণ সিং গ্রোভার। ঠিক কী বলেছেন তিনি?
করণ জানান, দেবীর জন্মের পর চিকিৎসকরা বুঝতে পারেন, তাঁর হার্টে দুটো ছিদ্র রয়েছে। সেটারই অস্ত্রোপচার করা হয়। সাক্ষাৎকারে করণেকে প্রশ্ন করা হয়, তাঁর জীবনের সবথেকে খারাপ সময় কোনটা ছিল?
এর উত্তরে করণ বলেন, ‘জীবনে কিছু না কিছু তো ঘটতেই থাকে। তবে আমি সৌভাগ্যবান যে আমার জীবনে তেমন বড় কিছু ঘটেনি। তবে আমার মেয়ের জন্মের পর ওকে নিয়ে বিপদে পড়েছিলাম। সেই সময়টা আমার আর বিপাশার জন্য সবথেকে কঠিন ছিল। আমার মেয়ের সত্যিই গুরুতর অসুস্থতা ছিল, তবে ও যোদ্ধা। তবে ওই সময়টা ও খুব কষ্টও পেয়েছে। সেটা সত্যিই ভাষায় প্রকাশ করতে পারব না।’
করণ বলেন, ‘ওর বুক থেকে পেট অবধি একটা লম্বা দাগ রয়েছে। আমরা জীবনে যা ভাবি, যেটা অর্জন করেছি, সেটা ওর তুলনায় কিছুই নয়। ওর মা যা কিছু করেছে, যে কষ্ট করেছে, সেটা কোনও কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। সেখানে আমার জীবনে তো কিছুই হয়নি। আমার মেয়ে সত্য়িই যোদ্ধা।’
প্রসঙ্গত এর আগে ২০২৩-এ নেহা ধুপিয়ার একটা শোতে এসে মেয়ে দেবীর অসুস্থতা নিয়ে মুখ খুলেছিলেন বিপাশা বসু। বং গার্ল বিপাশা বলেছিলেন, ‘মা-বাবা হিসাবে আমাদের এই যাত্রা অন্যান্যদের থেকে অনেক আলাদা। আমার মুখে এই মুহূর্তে যে হাসি আছে সেটা আগে ছিল না। তখন মাতৃসুখটাও আমার কাছে কঠিন ছিল। আমি চাই না, আমার সঙ্গে যেটা হয়েছে সেটা আর কোন মায়ের সঙ্গে হোক। একজন নতুন মা হিসাবে মাত্র ৩ দিনের মাথায় আমি জানতে পারি যে... আমার মেয়ের হার্টে দুটি ছিদ্র রয়েছে ও ওভাবেই জন্মেছে। আমি ভেবেছিলাম আমি এটা প্রকাশ্যে আনব না। তবে, আমি এটা বলছি কারণ পড়ে মনে হয়েছে আমার মতোই অনেক মা রয়েছেন, যাঁরা আমাকে এই কঠিন যাত্রায় সাহায্য করেছেন। সেই মায়েদের খুঁজে পাওয়া খুব কঠিন ছিল...।’