বাংলা নিউজ > বায়োস্কোপ > Bipasha Basu : গায়ে জামা নেই, ৩ মাসের মেয়েকে ডায়পার পরিয়ে, মাথায় রিবন বেঁধে সাজালেন বিপাশা…

Bipasha Basu : গায়ে জামা নেই, ৩ মাসের মেয়েকে ডায়পার পরিয়ে, মাথায় রিবন বেঁধে সাজালেন বিপাশা…

দেবীর সঙ্গে বিপাশা

তিন মাসের মেয়েকে বুকে নিয়ে একটুকরো সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন বিপাশা। লিখেছেন, দেবীর তিনমাস হল। খুবই দ্রুত! ওর সঙ্গে প্রতি সেকেন্ড আমাদের জীবনের সুন্দর স্মৃতি। দেবীর বাবা-মা হয়ে আমরা এখন সবথেকে সুখী।

একেই হয়ত বলে মাতৃত্ব, সব ভুলে দিব্যি একরত্তির সঙ্গে সময় কাটিয়ে দেওয়া যায়। ঠিক এখন যেভাবে কাটছে বিপাশার। আপাতত মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী। গত অগস্ট মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শিলমোহর দিয়েছিলেন ৪৩ বছর বয়সী অভিনেত্রী। আর নভেম্বরেই করণ-বিপাশার ঘরে আসে লক্ষ্মী। দেখতে দেখতে তিন মাস পার করল ছোট্ট দেবী।

সোমবার সকালে তিন মাসের মেয়েকে বুকে নিয়ে একটুকরো সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন বিপাশা। অভিনেত্রীর পোস্ট করা সাদা-কালো ছবিতে শর্ট ড্রেসে দেখা যাচ্ছে বিপশাকে। আর ছোট্ট দেবী একপ্রকার খালি গায়ে, শুধু ডায়পার পরে রয়েছে, মাথায় তার রিবন বাঁধা। বিপাশা লিখেছেন, দেবীর তিনমাস হল। খুবই দ্রুত! ওর সঙ্গে প্রতি সেকেন্ড আমাদের জীবনের সুন্দর স্মৃতি। দেবীর বাবা-মা হয়ে আমরা এখন সবথেকে সুখী। সঙ্গে হ্যাজট্যাগে নিউ পেরেন্টস, মাঙ্কিলাভ, নিউমম, সুইটবেবি গার্ল, দুর্গাদুর্গা, লাভ, ব্লেসড, গ্রাটিটিউড এই শব্দগুলি ব্যবহার করেছেন বিপাশা। 

বিপাশার এই পোস্টের নিচে এক নেটিজেন লিখেছেন, ‘এটা তো সবে শুরু, সময় দ্রুত উড়ে যায়, প্রথমবার সন্তানের জড়িয়ে ধরার জন্য অপেক্ষা করো।’ কেউ লিখেছেন, ‘বিপাশা আর ছোট্টবেবি, শিশুরা বড় তাড়াতাড়ি বেড়ে ওঠে’। কারোর মন্তব্য, ‘এটা একটা আলাদা ধরনের সুখ। আলাদা সুখুন হ্যায় লাইফ কা (এটি জীবনের সবচেয়ে বড় আনন্দ) ঈশ্বর দেবীর মঙ্গল করুন’। কেউ বলেছেন, ‘এটা একটা সুন্দর ছবি!! থু থু থু (দুষ্ট নজর তাড়িয়ে দি)। কারোর মন্তব্য'আমার হৃদয় খুব পূর্ণ।' কারোর কথায়, ‘এত্ত সুন্দর মা এবং শিশু।’ কারোর কথায়, ‘মায়ের ভালোবাসা খুবই মূল্যবান’।

গত নভেম্বরে ১২ তারিখ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দেন ‘জিসম’ তারকা। মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার। মেয়ের প্রথম ঝলক শেয়ার করে একটু মজা করেই ইনস্টাগ্রামে দেবী তৈরির ‘রেসিপি’ ভাগ করে নেন বিপাশা। লিখেছিলেন, কী প্রণালীতে তৈরি হয়েছে তাঁদের দেবী! সঙ্গে ট্যাগ করেছেন করণকেও। ৬টি ভাগে ভেঙে মেয়ের জন্মের কথা বলেন বিপাশা। লেখেন, ‘দেবদূতের মতো মিষ্টি শিশুর তৈরির জন্য আমাদের রেসিপি- ১) কাপের এক চতুর্থাংশ তুমি। ২) এক চতুর্থাংশ আমি। ৩) বাকি অর্ধেক কাপ মায়ের ভালোবাসা এবং আশীর্বাদ। ৪) ম্যাজিক এবং যা কিছু ভালো সব টপিংসে (উপরে) যাবে। ৫) ৩ ফোঁটা রামধনুর নির্যাস, পিক্সি ডাস্ট, ইউনিকর্ন এবং যা কিছু স্বর্গীয়, ছড়িয়ে দিতে হবে। ৬) সিজনিংয়ে স্বাদ মতো সমস্ত মিষ্টি এবং আরও সব ভালো ভালো জিনিস ছড়িয়ে নিতে হবে।’

বায়োস্কোপ খবর

Latest News

বক্স অফিসে পরপর আসছে পুরোনো ছবি, কিন্তু কেন? কারণ জানিয়ে সঞ্জয় গুপ্ত বললেন... ‘কত কষ্ট করে সন্দীপ কাকার বাবা-মা…’, ডাক্তারি লাটে উঠছে জলদি, খোঁচা জিতুর ওরা করলে লিলা, আর আমরা করলেই বিলা! পিচ বিতর্কে সমালোচকদের ধুয়ে দিলেন গম্ভীর… প্রতিটি পেজারে ৩ গ্রাম বিস্ফোরক, কোডবার্তা আসতেই ব্লাস্ট! এতদিন সেফ ভাবত জঙ্গিরা ‘‌জুনিয়র ডাক্তাররা যা করছেন সেটা কিন্তু বাড়াবাড়ি’‌, হুঁশিয়ারি বিধায়ক অসিতের আগামিকাল কেমন কাটবে আপনার? কোনও ভালো খবর পাবেন? জানুন ১৯ সেপ্টেম্বরের রাশিফল আর ‘ডাক্তার’ নন সন্দীপ ঘোষ, রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও মার্কিন মুলুকে মোদী-ইউনুস বৈঠক সম্ভব নয় বানভাসী পরিস্থিতি দেখতে গিয়ে জলে পড়ে গেলেন সাংসদ–বিধায়করা, বীরভূমে দুর্ঘটনা চলন্ত ট্রেনেই ঘুঙুর বাজিয়ে পৌষালি কার জন্য 'তোমায় হৃদমাঝারে রাখিব' গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.