মা হওয়ার পর মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করছেন বিপাশা বসু। আপাতত ছোট্ট মেয়ে দেবীর সঙ্গেই বেশিরভাগ সময় কাটে বিপাশার। আর আজ, ২২ সেপ্টেম্বর, আন্তর্জাতিক কন্যা দিবস (International Daughters Day)। আর তাই মেয়ের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত লেন্সবন্দি করে সেই ভিডিয়ো পোস্ট করেছেন বিপাশা।
কী আছে বিপাশার সেই ভিডিয়োয়?
ভিডিয়োতে বিপাশাকে তাঁর মেয়ে দেবীর সঙ্গে কথোপকথনে দেখা যায়। মা যা বলছে, সেটাই রিপিট করতে দেখা যাচ্ছে ২২ মাসের শিশুকন্যাকে। শুরুতে মায়ের কথা শুনে দেবী বলে, ‘How Are You Mommy’, এরপর বিপাশা মেয়ের কথার জবাব দিয়ে How About You? প্রশ্ন করলে, সেই কথাটিরই পুনরাবৃত্তি করে দেবী। এরপর ইংরাজি ছেড়ে নিজের মাতৃভাষা বাংলাতে মেয়ে সঙ্গে কথা বলতে শুরু করেন বং গার্ল বিপাশা। মায়ের কথা শুনে তখন ছোট্ট দেবী বলে, ‘তুমি ভালো আছো?’ এরপর সে বলে, ‘আমি ভালো’। আবারও মায়ের কথা শুনে দেবী আদো আদো স্বরে বলে ওঠে, ‘আমি খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে’। কথা বলতে বলতেই পুতুল নিয়ে খেলতে দেখা যায় দেবীকে।
(আরও পড়ুন: প্রযোজক বাশু ভাগনানি মেটাননি ৭.৩০ কোটি টাকা, বিস্ফোরক দাবি পরিচালক আলি আব্বাস জাফরের)
বিপাশা ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, ‘Daughters Day Everyday, Devi’s Day Everyday’। অর্থাৎ প্রতিদিনই কন্যা দিবস, প্রতিদিনই দেবীর দিন।
ছোট্ট দেবীর এই ভিডিয়োতে মন ভরেছে নেটনাগরিকদের। একজন লিখেছেন, ‘ওমা, ও কী সুন্দর বাংলা বলছে, পুরো বাঙালি।’ কেউ আবার পরামর্শ দিয়েছেন, ‘ওকে একটু পাঞ্জাবিও শেখান’। কারোর মন্তব্য, ‘গলার স্বর দিয়ে যেন মধুর মতো মিষ্টি’। কারোর কথায়, ‘কী যে ভালো লাগছে শুনতে…।’ এমনই অসংখ্য মন্তব্য় উঠে এসেছে।
(আরও পড়ুন: 'কোনও হল মালিক পাকিস্তানি ছবি দেখালে, তার মূল্য চোকাতে হবে', ফাওয়াদের ছবি নিয়ে হুঁশিয়ারি রাজ ঠাকরের)
২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়েন করণ সিং গ্রোভার ও বাঙালি কন্যে বিপাশা বসু। এরপর ২০২২-এর নভেম্বরে মেয়ের মা হন বিপাশা। আগামী ১২ নভেম্বর ২ বছর বয়স হবে দেবীর। প্রায়দিনই একরত্তির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিপাশা ও করণ।
প্রসঙ্গত জন্মের পর থেকে দেবীকে নিয়ে অনেক যুদ্ধ করতে হয়েছে বিপাশা ও করণকে। মাত্র তিনমাস বয়সে 'ওপেন হার্ট সার্জারি' হয়েছিল ছোট্ট দেবীর। সেবিষয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা করণ সিং গ্রোভার। করণ জানান, দেবীর জন্মের পর চিকিৎসকরা বুঝতে পারেন, তাঁর হার্টে দুটো ছিদ্র রয়েছে। সেটারই অস্ত্রোপচার করা হয়।