নভেম্বরেই খুব সম্ভবত সন্তানের জন্ম দেবেন বিপাশা বসু। তার আগে সোশ্যাল মিডিয়া স্টোরিতে প্রেগন্যান্সির আপডেট শেয়ার করলেন এই বাঙালি অভিনেত্রী। আপাতত ডাক্তারের পরামর্শে বেড রেস্টেই আছে তিনি।
বিপাশার শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে বিছানায় শুয়ে আছেন তিনি। সঙ্গে লেখা ফুটে উঠল, ‘বেডরেস্ট একটুও মজার লাগে না যখন বেবি আসার আগে তোমার হাতে একগাদা কাজ থাকে। এখন শুধু নিজেকে বলছি জাস্ট চিল… জাস্ট চিল।’ মজা করে ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে সলমন খান আর ক্যাটরিনা কাইফের ‘জাস্ট চিল জাস্ট চিল’ গানও ব্যবহার করেছিলেন।
সম্প্রতি বিপাশাকে মেটারনিটি ওয়্যার উপহার হিসেবে পাঠিয়েছেন আলিয়া, নিজের মেটারনিটি ব্র্যান্ড থেকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন ‘রাজ’ অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে নিজেদের রোজকার আপডেট এভাবে শেয়ার করে নেন তিনি মাঝেমাঝেই।
অগস্টে মা হতে চলার খবর শেয়ার করেছিলেন বিপাশা প্রথমবার। লিখেছিলেন, লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্র ভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তার পর একে অপরকে খুঁজে পাই। তখন দু'জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু'জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে… তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।’ তার আগেই অবশ্য পাপারাৎজিদের ক্যামেরায় আভাস পাওয়া গিয়েছিল বেবিবাম্পের।
প্রথম থেকেই প্রেগন্যান্সি জার্নিতে ওঠাপড়া লেগে আছে এই নায়িকার। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘প্রেগন্যান্সির প্রথম কটা মাস আমার জন্য খুব শক্ত ছিল। লোকে মর্নিং সিকনেসের কথা বলে। আমার তো গোটা দিনটাই শরীরখারাপ লাগত। হয় আমি বিছানায় থাকতাম না হয় বাথরুমে। সামান্য খাবারও খেতে পারতাম না। ওজনও কমে গিয়েছিল। তবে আসতে আসতে সময় যত গেল এই ভয়াবহ অভিজ্ঞতা কমতে থাকল।’
২০১৫ সালে অ্যালোনের সেটে বিপাশা আর করণের প্রেম। এক বছর প্রেম করার পর ২০১৬ সালের এপ্রিল মাসে বিয়ে করেন তাঁরা। আর ঠিক ছয় বছরের মাথায় দিয়েছেন সুখবর। ২০২০ সালে বর করণ সিং গ্রোভারের সঙ্গেই তাঁকে শেষ দেখা গিয়েছে ‘ডেঞ্জারাস’-এ। আর বড়় পরদায় শেষ কাজ ‘অ্যালোন’ ছবিতে ২০১৫ সালে।