বিপাশা বসু এবং জন আব্রাহাম ছিলেন একসময়কার সবচেয়ে চর্চিত জুটি। 'জিমস' ছবিতে তাঁদের রসায়ন দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এই ছবিতে কাজ করতে গিয়েই তাঁরা একে অপরের প্রেমে পড়েন। কিন্তু পরে এই পাওয়ার কাপলের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু কেন বিচ্ছেদের পথে হেঁটে ছিলেন তাঁরা? সেই কারণ অস্পষ্ট থাকলেও, জন জানিয়েছিলেন যে তিনি তখন বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। অন্যদিকে, বিপাশা ইঙ্গিত দিয়েছেন যে, সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস আর সেই বিশ্বাসের ভিত নাকি নড়বড়ে হয়ে গিয়েছিল।
জন তাঁদের ব্রেকআপকে বন্ধুত্বপূর্ণ বলে বর্ণনা করলেও, বিপাশা জানিয়েছিলেন যে, এটা মোটেই বন্ধুত্বপূর্ণ ছিল না। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জন আব্রাহামের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর নায়িকা তাঁর মানসিক অবস্থার কথা খুলে বলেছিলেন।
আরও পড়ুন: মেয়ে সোনাক্ষীকে অপমান! 'কে হিন্দু ধর্মের অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছে?' মুকেশকে ধুয়ে দিলেন শত্রুঘ্ন
তিনি বলেছিলেন, ‘আমি পরিত্যক্ত বোধ করছিলাম। তখন পর্যন্ত আমি একটা রঙিন দুনিায় বাস করতাম। এখন বসে বসে মনে হচ্ছে আমি খুব বোকা ছিলাম। এই নয় বছরে, আমি আমার কাজ থেকে সরে এসেছি, বহু ভালো ভালো সুযোগ পেয়ে ছেড়েছি, ওই মানুষটার জন্য পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমি ভালোবাসতাম ওঁকে, আমার সম্পর্ককে ভালো রাখার জন্য, আরও বেশি করে সময় দেওয়ার জন্য বহু মানুষের সঙ্গে দেখা পর্যন্ত করিনি। কিন্তু তারপরে আমি বুঝতে পেরেছিলাম যে আমি যার জন্য এত কিছু ছেড়েছিলাম বা এত পরিশ্রম করেছিলাম তা রাতারাতি চলে গিয়েছে। আমি বুঝতে পারি যে এটা শেষ হয়ে গেছে, সেই সময় আমি অনেক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিলাম, আমি চিৎকার করতাম, কেমন যেন আলাদা আলাদা মনে হত।’
উল্লেখ্য জনের আগে তিনি ডিনো মরিয়া এবং মিলিন্দ সোমানকেও ডেট করেছিলেন। পরে করণ সিং গ্রোভার ও বিপাশার বিয়েতেও উপস্থিত ছিলেন ডিনো।
আরও পড়ুন: ‘আমাদের ডিভোর্স হচ্ছে’, রাজা-মধুবনীর বিচ্ছেদ? ভিডিয়ো পোস্ট করে যা বললেন তাঁরা
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছিলেন যে, যদি মিউচুয়্যাল ব্রেকআপ হয়, এবং যাঁর সঙ্গে ব্রেকআপ হল তিনি যদি একজন ভালো মানুষ হন তবে প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব। কিন্তু যদি প্রাক্তন অসম্মানজনক কথা বলে, খারাপ আচরণ করে তবে বন্ধুত্ব বজায় রাখা কখনওই সম্ভব হবে না।
প্রসঙ্গত, বিপাশা বর্তমানে করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন। তাঁদের একটি মিষ্টি কন্যা সন্তানও আছে, তাঁর নাম দেবী। অন্যদিকে জন, ২০১৪ সালে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে প্রিয়া রুঞ্চালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।