বাংলা নিউজ > বায়োস্কোপ > কাপড় ছাড়া থাকতে পছন্দ করেন করণ সিং গ্রোভার, কপিলের শোতে আরও যা যা বললেন বিপাশা

কাপড় ছাড়া থাকতে পছন্দ করেন করণ সিং গ্রোভার, কপিলের শোতে আরও যা যা বললেন বিপাশা

বিপাশা আর করণ।

করণ আর বিপাশার কেমিস্ট্রি দেখা যাবে ভ্যালেন্টাইন্স ডে-র দিন। 

‘দ্য কপিল শর্মা শো’-র ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোডে বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন বিপাশা বসু, করণ সিং গ্রোভার। চ্যানেলের তরফে নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সাদা-কালো কাফতান পরে শো-য় এসেছিলেন বিপাশা বসু। আর করণ সাদা টি-শার্টের সাথে টিমআপ করেছিলেন মাল্টি কালারের ডেনিম। সঙ্গে ডেনিম লং শার্টও ছিল করণের গায়ে। 

করণ আর বিপাশার ফিটনেস নিয়ে মজা করতে দেখা যায় কপিলকে। বলেন, ‘এগুলো হল সেই সব লোক যাঁরা ১০ বছর আগেও যেমন দেখতে থাকে, ১০ বছর পরেও। এঁরাই ফুলশয্যায় দুধ না খেয়ে প্রোটিন শেক খেয়ে ঘুমোতে যায়।’

এরপর করণের গায়ে থাকা ভর্তি ট্যাটু নিয়ে পিছনে লাগতে শুরু করে দেন কপিল। প্রশ্ন করেন, ‘আর কতগুলো ট্যাটু হলে আপনি পোশাক ছাড়াই থাকতে পারবেন?’ আর তাতে বিপাশার উত্তর, ‘সেরকম হবে না। করণ পোশাক পরতে খুব ভালোবাসে। পোশাক ছাড়া থাকতেও।’ বউয়ের কথা শুনে বেশ লজ্জায় পড়ে যান করণ।

অর্চনা পূরণ সিং এরপর প্রশ্ন ছোড়েন তাঁদের মধ্যে কী নিয়ে ঝগড়া হয়। হাত তুলে করণের তাতে উত্তর হয়, ‘আমি কিছু ভুল করি’। আর কী ভুল করেন জানতে চাওয়া হলে উত্তর, ‘রোজ নতুন নতুন ভুল করি আমি।’ আর বিপাশার এই ব্যাপারে কী মত জানেন? নায়িকার মতে, ‘আমি শুধু আমার মত বলি, আর কিছু করি না।’ কপিলের বিষ্ময় এরপর আরও বাড়ে। উত্তর আসে, ‘আর কী করবে? ধরে মারবে নাকি?’

বন্ধ করুন