Bipasha Basu: বাঙালিয়ানার ছোঁয়া পেল ছোট্ট দেবী, মেয়ের ডাকনাম কী রাখলেন বিপাশা?
ছোট্ট দেবীর ডাকনাম কী রাখলেন বিপাশা
ছোট্ট দেবীর ডাকনাম কী রাখলেন বিপাশা
বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের মেয়ে গত নভেম্বর মাসে ভূমিষ্ট হয়েছে। এখন মেয়েকে ঘিরেই তাঁদের জীবন আবর্তিত হয়। মাঝে মধ্যেই মেয়েকে নিয়ে নানা ছবি শেয়ার করেন অভিনেত্রী। এবার তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সকলের সঙ্গে তাঁর মেয়ের ডাকনাম ভাগ করে নিলেন। জানালেন তাঁরা তাঁকে ভালোবেসে কী বলে ডাকেন।
বিপাশা এবং করণের মেয়ের নাম দেবী। এদিন বিপাশা তাঁর এবং তাঁর মেয়ের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁদের দুজনকে খেলতে দেখা যাচ্ছে। এখানেই তিনি ক্যাপশনে মেয়ের ডাকনাম কী সেটা জানান। লেখেন, 'দেবীর ডাকনাম মিষ্টি। ওকে এই ডাকনাম দিয়েছেন ওর মুমু মা। একদম ওর জন্যই যেন এই নাম বানানো হয়েছে। আমার বাঙালি মেয়েটা ওর ডাকনাম পেল।' তিনি এরপর হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, দেবী বসু সিং গ্রোভার, বাঙালি মেয়ে, বাঙালিয়ানা, ডাকনাম মিষ্টি।
মেয়ে হওয়ার পর থেকেই বিপাশা আর করণের ইনস্টাগ্রাম জুড়ে কেবল একজনেরই রাজত্ব আর তিনি হলেন তাঁদের একরত্তি। মেয়েকে ঘিরেই তাঁদের যত আদুরে, মিষ্টি পোস্টে ভর্তি। প্রায় প্রতিদিনই এই তারকা জুটি তাঁদের কন্যার নানা ছবি, নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তাঁদের প্রায়শই লাবিডাবি ছবি বা ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়।
কিছুদিন আগেই বিপাশা করণ আর দেবীর একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করেছিলেন সেখানে তাঁদের একসঙ্গে গাড়ি করে বেড়াতে যেতে দেখা যাচ্ছে। সেই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, 'দেবী আর পাপা।'
গত বছরের ১৬ অগস্ট বিপাশা এবং করণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন যে তাঁদের সংসার নতুন সদস্য আসতে চলেছে। পরবর্তীকালে মেয়ের জন্মের সুখবর দিয়ে অভিনেত্রী লেখেন '১২.১১.২০২২ দেবী বসু সিং গ্রোভার। আমাদের ভালোবাসা এবং মায়ের আশীর্বাদ এসে গিয়েছে। ও যেন ঐশ্বরিক ক্ষমতার অধিকারী।'