গত মাসেই মা হতে চলার খবরে শিলমোহর দিয়েছিলেন বিপাশা বসু। দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় দিন গুণছেন করণ-বিপাশা। বাপের বাড়িতে মায়ের হাতে ‘সাধ’ খেয়েছেন আগেই। আর শুক্রবার সন্ধ্যায় হবু সন্তানের আগমনকে স্মরণীয় করে তুলতে বিপাশার বেবি শাওয়ারের জমকালো আসর বসেছিল মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে।
এদিন পাপারাৎজিদের জন্য হাতে হাত রেখে পোজ দিলেন হবু মা-বাবা। চলল কেক কাটার পর্ব। প্যাস্টেল পিঙ্ক গাউনে ধরা দিলেন বিপাশা, মাতৃত্বকালীন আভায় ঝলমল করলেন বঙ্গতনয়া। থাই পর্যন্ত কাটা বিপাশার লং গাউনের গভীর নেকলাইন ছিল চোখে পড়ার মতো। বিপাশার পাশে করণের দেখা মিলল নীল রঙা স্যুটে।
২০১৫ সালে 'অ্যালোন' ছবির সেটে প্রথম আলাপ করণ-বিপাশার। সেটেই শুরু এই প্রেম কাহিনির। দু-বার ডিভোর্সি পঞ্জাবি ছেলে করণের সঙ্গে মেয়ের বিয়েতে শুরুতে রাজি ছিল না বিপাশার পরিবার, তবে বিপাশার জোরাজুরির কাছে হেরে যান সকলেই। ২০১৬ সালের এপ্রিলে বাঙালি রীতিনীতি মেনেই সাত পাক ঘোরেন দুজনে। আরও পড়ুন- মাসে কত কোটি রোজগার করেন সইফ? রইল পতৌদির নবাবের সম্পত্তির খতিয়ান
বেবি শাওয়ারের ফাঁকে পাপারাৎজিদের সঙ্গে মজাদার আলাপচারিতায় ধরা দিলেন হবু মা। বিপাশাকে করণের দিকে ইশারা করে বলতে শোনা গেল, ‘ইনি বাবা হতে চলেছেন কিন্তু এখনও বাচ্চাই আছে। আদতে আমার তো দুটো বাচ্চা!এটা বেবি বয়’।
অগস্টে মা হতে চলার খবরে শিলমোহর দিয়ে বিপাশা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্র ভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তার পর একে অপরকে খুঁজে পাই। তখন দু'জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু'জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে… তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।’
আরও পড়ুন-মা হতে চলেছেন বিপাশা বসু, বেবি বাম্পের ছবি দিয়ে জানালেন সুখবর
শেষবার ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে পর্দায় ধরা দিয়েছেন বিপাশা। বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগত থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। ‘অজনবি’ (২০০১) ছবির সঙ্গে বলিউডে অভিষেক হয়েছিল এই বং বিউটির। সুপার মডেল বিপাশার অভিনয় কেরিয়ারও বেজায় সফল। ‘ধুম ২’, ‘জিমস’, ‘রাজ’, ‘রেস’, ‘ওমকারা’-সহ বহু হিট ছবির অংশ থেকেছেন তিনি।