বাঙালি কন্যে বিপাশা বসু ও তাঁর স্বামী করণ সিং গ্রোভারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন গায়ক মিকা সিং। বিপাশা ও করণকে 'অপেশাদার', ‘বাহানাবাজ’ বলে সম্প্রতি আক্রমণ করন মিকা। তাঁর দাবি ছিল, নিজেদের দোষেই আজ বিপাশা ও করণ কাজ পাচ্ছেন না। বাড়িতে বসে থাকতে হচ্ছে তাঁদের। আর এবার মিকার সেই আক্রমণের পাল্টা ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বিপাশা।
সোশ্যাল মিডিয়ায় ‘বিষাক্ত মানুষ’ ক্যাপশানে একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বিপাশা বসু। ঠিক কী লিখেছেন বং গার্ল?
মিকা সিং-এর মন্তব্যের ঠিক পরই ইনস্টাগ্রাম স্টোরিতে ডঃ অ্যান ব্রাউনের একটি উক্তি শেয়ার করেছেন বিপাশা বসু, যেখানে লেখা ছিল, ‘বিষাক্ত মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে, আঙুল তোলে, দোষারোপ করে তবে দায়িত্ব এড়িয়ে যায়।’ এর সঙ্গে বিপাশা যোগ করেছেন, ‘বিষাক্ততা ও নেতিবাচকতা’ থেকে দূরে থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। ‘দুর্গা দুর্গা’ হাত ভাঁজ করা ইমোজি।

বিপাশা তাঁর এই পোস্টে কারোর নাম না নিলেও, তাঁর এই পোস্ট মিকাকে ইঙ্গিত করেই করা বলে মনে করছেন নেটিজেনরা।
বিপাশা ও করণকে নিয়ে ঠিক কী বলেছিলেন মিকা?
গায়ক মিকা সিং সম্প্রতি ‘পিঙ্ক ভিলা’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এই মুহূর্তে ওঁরা বাড়িতে বসে আছে। ওদের হাতে কাজ নেই। আপনাদের কী মনে হয়? ঈশ্বর আসলে সবকিছু দেখছেন। কাউকে কাঁদিয়ে সুখ পাওয়া যায় না।'
ঠিক কী ঘটেছিল? কী কারণে ক্ষোভ? বিপাশা ও করণের বিয়ের আগে 'ডেঞ্জারাস' বলে একটি ছবির প্রযোজক ছিলেন মিকা সিং। ২০২০-তে মুক্তি পেয়েছিল সেই ছবি। মিকা বলেন অপরাধমূলক সেই থ্রিলারে তিনি এক্কেবারেই বিপাশা ও করণের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি।
মিকার কথায়, 'আমি করণকে খুব পছন্দ করতাম। আর একটা কম বাজেটের ছবি প্রযোজনা করতে চেয়েছিলাম। বাজেট ছিল ৪ কোটি টাকা। প্রাথমিকভাবে আমি অন্য একজন অভিনেত্রীকে এই ছবির জন্য বেছেছিলাম। অথচ বিপাশা নিজেই এই ছবিতে কাজ করতে চাইল। আর ওর জন্যই ছবির বাজেট ৪ কোটি থেকে বেড়ে হল ১৪ কোটি। আর এই সবকিছুই হয়েছিল বিপাশার বায়নাক্কার জন্য। ছবির শ্যুটিং হল লন্ডনে। এই ছবিতে বিপাশা তাঁর পছন্দের টিম নিয়ে কাজ করতে চাইল। ছবিতে ওরা (বিপাশা-করণ) দম্পতির ভূমিকায় অভিনয় করেছিল। ওদের একটা চুম্বনদৃশ্যও ছিল। হঠাৎ করেই ও নানান বায়নাক্কা জুড়ল, এটা ও করতে পারব না, ওটা পারব না, এইসব নানান কিছু।’
মিকা বলেন, তাঁর সেই ছবিতে বিক্রম ভাটকেও পরিচালক হিসাবে নিয়োগ করার সামর্থ্য ছিল না। তিনি চেয়েছিলেন, ভূষণ প্যাটেল, যিনি কিনা ছবির গল্পকার, তিনিই এই ছবির পরিচালনা করবেন। অথচ বিপাশার কারণেই তিনি বিক্রম ভাটকে এই ছবির পরিচালক হিসাবে নিতে বাধ্য হন। মিকা জানান, এতকিছুর পরও তিনি কারোর পারিশ্রমিক বাকি রাখেননি।
তবে সবশেষে ছবির ডাবিং-এর সময়তেও গিয়েও নানান জটিলতার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। কারোর গলা ব্যাথা, কেউ অসুস্থ, এইসমস্ত নানান সমস্য তৈরি হয়েছিল। আর সবথেকে বড়কথা এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছিল প্রযোজক মিকা সিং-কে।
প্রসঙ্গত, ২০১৫ সালে একটি ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে আলাপ হয় করণ সিং গ্রোভার এবং বিপাশা বসুর। সেখান থেকেই তাঁদের প্রেম। তাঁরা ২০১৬ সালে বিয়ে করেন এরপর ২০২২ সালে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। বর্তমানে তাঁদের এক সন্তান এসেছেন, নাম রেখেছেন ‘দেবী’। তবে গত ৫ বছর হল, বিপাশা বসু অভিনয় দুনিয়া থেকে দূরেই রয়েছে। মিকার দাবি, বিপাশা-করণের অপেশাদারিত্বের কারণেই এখন তাঁদের হাতে কাজ নেই।