জন্মের পর একরত্তি দেবীকে কেমন দেখতে ছিল? এদিন সেটাই প্রকাশ্যে আনলেন বিপাশা বসু। তিনি মাদার্স ডে উপলক্ষে তাঁর কন্যার জন্মের পর প্রথম ছবিটি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর সেখানেই তিনি মা এবং সন্তানের মধ্যে যে ঐশ্বরিক সম্পর্ক আছে সেটাকে তুলে ধরেন।
আরও পড়ুন: 'কী বলব ভেবে পাচ্ছি না...' কেশপুরে গিয়ে শোকপ্রকাশ করতেই স্থানীয়দের কাছে ট্রোল্ড হিরণ, দেখুন ভাইরাল ভিডিয়ো
দেবীর প্রথম ছবি পোস্ট বিপাশার
সোমবার, ১৩ মে ইনস্টাগ্রামে বিপাশা বসু তাঁর মেয়ে দেবীর জন্মের পর প্রথম ছবিটি পোস্ট করেন। অভিনেত্রী যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে ডেলিভারির পর বিছানায় হাসপাতালের ড্রেস, টুপি ইত্যাদি পরে শুয়ে আছেন অভিনেত্রী। আর একজন নার্স সদ্য হওয়া দেবীকে তোয়ালে মুড়িয়ে টুপি পরিয়ে অভিনেত্রীর কাছে ধরেছেন। তিনি মেয়ের গালে গাল ঠেকিয়ে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন। চুমু খাচ্ছেন।
আরও পড়ুন: প্রীতির প্রাক্তনকে বিয়ে করায় জুটেছিল 'প্রেমিক ছিনতাইবাজ' তকমা, সুচিত্রা পিল্লাই বললেন, 'আমার জন্য মোটেই...'
এই ছবির ক্যাপশনে বিপাশা বসু লেখেন, 'মাদার্স ডের মতো বিশেষ দিনে সন্তানের সঙ্গে প্রথম ছবি ভাগ করুন।' এই ছবির সঙ্গে অভিনেত্রী একটি ইভিল আই ইমোজিও জুড়ে দিয়েছেন।
আরও পড়ুন: লাজলজ্জা ভুলে পাপারাৎজ্জিদের সামনেই সইফকে জাপটে ধরে চুমু করিনার! কাণ্ড দেখে কী বলছে নেটদুনিয়া?
প্রসঙ্গত বিপাশা বসু ২০১৬ সালের এপ্রিল মাসে তাঁর সহ অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। এরপর ২০২২ সালে তাঁদের মেয়ে দেবী জন্মগ্রহণ করে। গত বছর নভেম্বর মাসে দেবীর এক বছর পূর্ণ হয়। অভিনেত্রীকে শেষবার ২০২০ সালে ক্রাইম থ্রিলার ডেঞ্জারাসে দেখা গিয়েছিল। সন্তান হওয়ার পর তাঁকে এখনও কোনও ছবিতে দেখা যায়নি।