জিম হোক বা বিমানবন্দর নানা সময়ই পাপারৎজিদের ক্যামেরায় ফ্রেম বন্দি হন তারকারা। অনেক ক্ষেত্রে এই নিয়ে অভিনেতা-অভিনেত্রীরা আপত্তি জানান, আবার এমন অনেক তারকা আছেন, যাঁরা পাপারৎজিদের সঙ্গে বেশ সৎভাব বজায় রাখেন। অন্যদিকে, বলি পাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, অভিনেতারা নিজেরাই নাকি নানা ক্ষেত্রে তাঁদের ডাকেন, যদিও সর্বসমক্ষে তা প্রকাশ করেন না। কিছু দিন আগে পরিচালক ফারহা খানকেও এই বিষয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল। পাপারৎজিদের নিয়ে মুখ খুলেছিলেন জাহ্নবী কাপুরও। তিনিও জানিয়েছিলেন, তাঁর নতুন ছবি যখন আসে, তখন তিনি পাপারৎজিদের নিজে থেকেই নানা জায়গায় ডেকে নেন। তবে নায়িকা সঙ্গে এও বলেন, যে তিনি জিমের বাইরে পাপারৎজিদের আসতে না করেছেন। কারণ বডিহাগিং শর্ট ড্রেসে নায়িকার ছবি ও ভিডিয়ো দেখে অনেকেই সমালোচনা করেন, যা তাঁর একদমই পছন্দ নয়।
তবে কেবল জাহ্নবী নন, মৃণাল ঠাকুর থেকে নোরা ফতেহি-সহ বেশ কিছু অভিনেত্রী পাপারৎজিদের নানা কাজের বিরুদ্ধে বিভিন্ন সময় সোচ্চার হয়েছেন। বিশেষ করে দেহের বিভিন্ন অংশ জুম করে আপত্তিকর ভিডিয়ো করার নিয়ে বিভিন্ন সময় অভিনেত্রীরা প্রতিবাদ করেছেন। তবে শুধু নায়িকারা নন, এবারের 'বিগ বস ১৫'-এর অংশগ্রহণকারী রাজীব আদিত্যও এই নিয়ে স্যোশাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছিলেন।
আরও পড়ুন: ‘জানলে কাজটা নিতাম না’! কার কাছে কই মনের কথা-য় মেইন থেকে সাইড রোল, ক্ষোভ বাসবদত্তার মনে?
অনেক সময় পাপারৎজিরা অভিনেত্রীদের পিছন দিক থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করে লেখেন 'বুঝতে পারছেন ইনি কে? কিন্তু কেন কোনও মহিলার এই ধরনের ছবি বা ভিডিয়ো পোস্ট করা হবে সামাজ মাধ্যমের পাতায়, তা নিয়ে প্রতিবাদ করেন রাজীব। তিনি এ প্রসঙ্গে সমাজ মাধ্যমের পাতায় লেখেন, 'স্যোশাল মিডিয়ায় মহিলাদের পিছন দিকে থেকে দেখিয়ে, 'তিনি কে অনুমান করুন', এই ধরনের পোস্ট করা বন্ধ হওয়া দরকার। কই আমি তো কোনও পুরুষের ছবি বা ভিডিয়ো এই ভাবে বিশেষ অংশে ফোকাস করে 'অনুমান করুন ইনি কে? এই ধরনের পোস্ট করতে দেখি না! সংবাদ মাধ্যমে ইদানীং কী হচ্ছে এইসব! এই ধরনের অমূলক কাজ করা বন্ধ করুন! অনেক হয়েছে।'
আরও পড়ুন: ‘এটা খুব মিষ্টি…’ এপি ধিলোনের সঙ্গে প্রেম করার প্রসঙ্গে মুখ খুললেন বনিতা
আর তাঁর এই প্রতিবাদে সামিল হন বলি-অভিনেত্রী বিপাশা বসুও। বিপাশা বসু তাঁর এই পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সেই সব পাপারৎজিদের উদ্দেশ্যে লেখেন, 'এই কাজগুলো খুবই আপত্তিকর এবং বিরক্তিকর। আপনি যদি এই পোস্টটি পড়েন, তবে দয়া এই ধরনের পোস্ট করা বন্ধ করুন।'