মাতৃত্বের পর বদলে গিয়েছে বিপাশার জীবন। মেয়ে দেবীকে ঘিরেই এখন বিপাশার গোটা জগত। অভিনয় থেকে দূরে রয়েছেন এই বং বিউটি। তবে এবার নতুন ভূমিকায়! শীঘ্রই লেখক হয়ে উঠবেন দেবীর মা।
গল্প-উপন্যাস নয়, নিজের স্মৃতিকথা মলাটবন্দি করতে চলেছেন অভিনেত্রী। রূপকথার সিন্ডারেলার চেয়ে কম রোমাঞ্চক নয় বিপাশার কাহিনি। নতুন শতাব্দীর শুরুতে বলিউডে হইচই ফেলে দিয়েছেন এই বঙ্গললনা। একটা সময় 'কালো মেয়ে' বলে কটাক্ষের শিকার বিপাশা হয়ে ওঠেন বলিউডের ‘সেক্স সিম্বল’।
বিপাশা জানিয়েছেন, যে ঘটনা বা বিষয় তাঁর জীবনের মোড় ঘুরিয়েছে তাই উঠে আসবে তাঁর কলমে। নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তা পাঠকের দরবারে পৌঁছে দিতে চান করণ সিং গ্রোভার ঘরণী। অভিনেত্রী বলেন, ‘আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। সেটাই আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।'
এখনও ঠিক হয়নি বিপাশার এই বইয়ের নাম। তবে নতুন ভূমিকা নিয়ে উত্তেজিত ‘জিসম’ নায়িকা। বিপাশার কথায় তাঁর জীবন সমান পরিমাপে চ্যালেঞ্জিং এবং আশীর্বাদপ্রাপ্ত। বললেন, ‘আমার জীবনের এই নতুন অধ্যায়ের’ অপেক্ষায় রয়েছেন। তিনি আরও বলেন, ‘আমি অনুভব করেছি যে আমার অভিজ্ঞতাগুলি আমার ভক্ত এবং পাঠকদের সাথে ভাগ করে নেওয়ার সময় এসেছে’। বইটি আগামী বছর প্রকাশের কথা রয়েছে।
প্রকাশনা সংস্থা, এল ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা পল্লবী বর্মন বলেন, বিপাশা এবং তাঁর মতাদর্শ বরাবরই প্রগতিশীল এবং তিনি সময়ের চেয়ে এগিয়ে থেকেছেন। সহবাস নিয়ে কোনওদিন ছুৎমার্গ রাখেননি বিপাশা। একসময় বি-টাউনের 'হটেস্ট কাপল'ও বলা হাত জন-বিপাশাকে। তাঁদের ৯ বছর দীর্ঘ প্রেম সম্পর্ক ভাঙে ২০১১ সালে। তারপর কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী।
২০১৫ সালে অ্যালোন ছবির সেটে ‘দিল মিল গায়ে’ তারকা করণ সিং গ্রোভারের প্রেমে পড়েন বিপাশা। পরের বছরই বাঙালি রীতি মেনে এই পাঞ্জাবি মুন্ডার গলায় মালা দেন অভিনেত্রী। তবে সহজ ছিল না সেই সফর। এর আগে দু-বার বিয়ে ভেঙেছে করণের। দু-বার ডিভোর্সি পুরুষের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না বিপাশারা মা-বাবা। কিন্তু হাল ছাড়েনি বিপস। শেষমেশ রাজি হন তাঁরা।
২০২২ সালের ১২ নভেম্বর, ৪৩ বছর বয়সে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী বিপাশা বসু। খুদের নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে বিপাশা। শেষবার অ্যালোন (২০২৫) ছবিতেই দেখা গিয়েছে তাঁকে। ২০২০ সালে ‘ডেঞ্জারাস’ নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল করণ এবং বিপাশার, সেই শেষ কাজ অভিনেত্রীর।