বাংলা নিউজ > বায়োস্কোপ > Bipasha Karan daughter: মেয়ের সঙ্গে প্রথম ছবি, কোন ‘রেসিপি’তে তৈরি একরত্তি দেবী, নিজেরাই জানালেন বিপাশা-করণ

Bipasha Karan daughter: মেয়ের সঙ্গে প্রথম ছবি, কোন ‘রেসিপি’তে তৈরি একরত্তি দেবী, নিজেরাই জানালেন বিপাশা-করণ

মেয়েকে নিয়ে প্রথম ছবি শেয়ার করেলেন বিপাশা-করণ।

Bipasha Karan daughter: গত ১২ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন বিপাশা। তারকা দম্পতি আদর করে মেয়ের নাম রেখেছেন, দেবী বসু সিং গ্রোভার। এরপরই শুক্রবার নেটমাধ্যমে মেয়ের সঙ্গে প্রথম ছবি শেয়ার করলেন করণ-বিপাশা। কী ভাবে তৈরি হয়েছে দেবী? জানালেন সেই রেসিপিও।

বাড়িতে ‘দেবী’র আগমণ। সপ্তাহ দুয়েক আগেই কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ের ছয় বছরের মাথায় প্রথমবার মা হলেন অভিনেত্রী। 

গত ১২ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন বিপাশা। তারকা দম্পতি আদর করে মেয়ের নাম রেখেছেন, দেবী বসু সিং গ্রোভার। এরপরই শুক্রবার নেটমাধ্যমে মেয়ের সঙ্গে প্রথম ছবি শেয়ার করলেন করণ-বিপাশা। একরত্তিকে কোলে আগলে করণ। তবে দেবীর মুখ ঢাকা সাদা হৃদয়ের ইমোজি দিয়ে।

করণের কোলে নরম গোলাপি কম্বলে মোড়া একরত্তি। স্বামী-স্ত্রী উভয়েই পরম স্নেহে তাকিয়ে রয়েছেন মেয়ের দিকে। ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী ‘মিষ্টি বেবি এঞ্জেল তৈরির রেসিপি’ লিখেছেন। যদিও এখনও পর্যন্ত একরত্তি মেয়ের মুখের ছবি প্রকাশ্যে আনেননি দম্পতি।

আরও পড়ুন: পরনে বিকিনি, পোস্টে রহস্যময় ক্যাপশন সারার, ভাইঝিকে কেন ‘চালাক’এর তকমা দিলের সাবা

বিপাশা লিখেছেন, কী প্রণালীতে তৈরি হয়েছে তাঁদের দেবী! সঙ্গে ট্যাগ করেছেন করণকেও। রেসিপি আকারে ৬ পয়েন্ট হিসেবে লিখেছেন বলি সুন্দরী- ‘দেবদূতের মতো মিষ্টি শিশুর তৈরির জন্য আমাদের রেসিপি- ১) কাপের এক চতুর্থাংশ তুমি। ২) এক চতুর্থাংশ আমি। ৩) বাকি অর্ধেক কাপ মায়ের ভালোবাসা এবং আশীর্বাদ। ৪) ম্যাজিক এবং যা কিছু ভালো সব টপিংসে (উপরে) যাবে। ৫) ৩ ফোঁটা রামধনুর নির্যাস, পিক্সি ডাস্ট, ইউনিকর্ন এবং যা কিছু স্বর্গীয়, ছড়িয়ে দিতে হবে। ৬) সিজনিংয়ে স্বাদ মতো সমস্ত মিষ্টি এবং আরও সব ভালো ভালো জিনিস ছড়িয়ে নিতে হবে।’

এ ভাবেই পৃথিবীর আলো দেখেছে তাঁদের দেবী, বুঝিয়ে দিলেন নতুন মাম্মি বিপাশা। ৪৩ বছরে প্রথম সন্তানের মা হন অভিনেত্রী। পরিবারে নতুন অতিথি আসার খবরের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। 

সদ্যজাতের বয়স যখন মাত্র ঘণ্টা খানেক। তাঁর ফুটফুটে পা দুটো নিজের হাতের তালুর উপর রেখে ছবি পোস্ট করেছিলেন বিপাশা। সদ্যোজাতের জন্ম তারিখ: ১২.১১.২০২২ জানিয়ে এবং নাম প্রকাশ করে লিখেছিলেন: দেবী বসু সিং গ্রোভার। বলিউড অভিনেত্রীর পোস্টে লেখা, ‘মায়ের ভালোবাসা এবং আশীর্বাদের শারীরিক প্রকাশ, ঐশ্বরিক।’

ভালোবেসে বিয়ে করেন বিপাশা এবং করণ। প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে অ্যালন ছবিতে। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। সেটেই প্রথম আলাপ, তারপর একে অপরের ঘনিষ্ঠ আসেন। ২০১৬ সালে বাঙালি রীতি মেনে সাত পাক ঘোরেন তাঁরা। ব্যক্তিগত জীবনকে আগাগোড়াই আলোকবৃত্ত থেকে দূরে রেখেছেন তারকা-দম্পতি।

বন্ধ করুন