বাংলা ধারাবাহিক নিয়ে বিপ্লব চট্টোপাধ্যায়ের করা মন্তব্য শোরগোল ফেলেছিল চারিদিকে। ধারাবাহিকের খ্যাতনামা লেখিকা, যিনি একের পর এক হিট উপহার দিয়েছেন দর্শকদের, তাঁকে নিয়েও মন্তব্য করেছিলেন এই বর্ষীয়ন অভিনেতা। তাঁর ‘গুলি করে মারা উচিত’ মন্তব্যের জেরে ঝড় বয়ে যায় যেন।
বাংলা ধারাবাহিকের গল্প নিয়ে এর আগেও আপত্তি তুলতে দেখা গিয়েছে দর্শকদের। একজনের দুটো বউ, পরকীয়া, একের পর এক বিয়ে করা, শ্বশুরবাড়িতে ছেলের বউয়ের সাথে ঝামেলা-র মতো গল্পই ধারাবাহিকের মুখ্য বিষয় হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। সাথে সমাজের উপর খারাপ প্রভাব পড়ার দাবিও জানায় বহু দর্শক।
তবে বিপ্লব চট্টোপাধ্যায়ের বলা ‘গুলি করে মারা উচিত’ নিয়ে উঠেছিল প্রতিবাদের ঝড়। বর্ষীয়ান অভিনেতার এহেন মন্তব্যে অনেকেই জানিয়েছিলেন কেউ চাইলে বাংলা ধারাবাহিক দেখতে নাই পারেন। কিন্তু তা বলে ধারাবাহিক বানানোর জন্য কাউকে গুলি করা হবে বলা উচিত হয়নি। যেমন ভরত কলই এই নিয়ে লিখেছিলেন, ‘বিপ্লববাবুর সিরিয়াল ভালো নাই লাগতে পারে। তাবলে উনি কি এটা বলতে পারেন, গুলি করে মেরে দেওয়া উচিত লীনা গাঙ্গুলিকে? এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
বিপ্লব চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, ‘লেখিকা লীনা নিজেও একজন মহিলা, সাথে মহিলা কমিশনের চেয়ারপার্সন। তা সত্ত্বেও মহিলাদের প্রতি অসম্মানজনক এই ধরণের সিরিয়েল কেন লিখে চলেছেন তিনি!’ যদিও উত্তেজনার বশে ভুল করে গুলি মারার কথা বলে ফেলেছেন সেটাও তিনি স্বীকার করে নেন।