সম্প্রতি বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। যেখানে শাকিব খান, ইধিকা পালদের নাম নিয়ে প্রশ্ন আসতেই, রেগে আগুন হচ্ছেন বিপ্লব। তবে তাঁর বাংলাদেশের সুপারস্টার শাকিবকে নিয়ে করা মন্তব্যে অনেকেই তুললেন আপত্তি।
ভিডিয়োটি শেয়ার করা হয়েছে একটি বাংলাদেশের ফেসবুক পেজ থেকে। দেখা যায়, বিপ্লবকে প্রশ্ন করা হচ্ছে, ‘শাকিব কানকে চেনেন আপনি?’ তাতে উলটো দিক থেকে জবাব আসে, ‘ছবি দেখি। টিভিতে এখন দেখায়।’ শাকিবের অভিনয় কেমন লাগে, জানতে চাওয়া হলে, বিপ্লব বলে ওঠেন, ‘জানি না। ওইটুকু দেখে কী বলব। একটু মেয়েলি ধাচের ব্যাপার আছে। চোখে কাজল-ফাজল দেয়।’
এরপর বিপ্লবের কাছে নাম আসে ইধিকা। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের নায়িকা হয়েছিলেন এপার বাংলার মেয়ে। খুব সম্ভবত সেই সূত্র ধরেই, জানতে চাওয়া হয় ইধিকার কথা। তবে দেখা গেল, নিজের ইন্ডাস্ট্রির জুনিয়রকে চিনতেই পারলেন না বিপ্লব। এরপর ‘প্রিয়তমা’ সুপারহিট হয়েছে এমন কথাতেও মেজাজ হারাতে দেখা গেল বিপ্লবকে। বললেন, ‘আমার শুনে তো কাজ নেই। আমি কি পরিচালক বা প্রযোজক নাকি যে ছবি সুপারহিট হয়েছে খোঁজ রাখতে হবে। আমি চিনি না তাঁকে। পৃথিবীর সব লোককে চিনতে হবে নাকি!’
আরও পড়ুন: ‘শ্বেতার সন্তান হয়ে গেছি…’, আদর-যত্নে মুড়ে রাখছে বউ, সোনার সংসারের ব্যাকস্টেজে কী ফাঁস করলেন রুবেল?
আরও পড়ুন: বাবার উপর চিৎকার করে মা, শুনেই ডান্স বাংলা ডান্সে ফুট কাটল নীলাঞ্জনার-বর যিশু, ‘একদম আমার…’
তবে দেখা গেল বিপ্লবের এহেন উত্তর দেওয়ার ভঙ্গিতে বেশ চটেছে নেটিজেনরা। একজন লিখলেন, ‘আপনি অনেক প্রবীণ অভিনেতা আপনাকে আরো বিনয়ী হওয়া উচিত ছিল। জুনিয়ারদের তো আপনারাই পথ দেখাবেন। সেটা আপনার মধ্যে পেলাম না। ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় শুভকামনা আপনার জন্য।’ আরেকজন লিখলেন, ‘আপনার কথা শুনে মনে হল হিংসে করছে। এটা বোধহয় না হওয়াই ভালো…’।
তবে কেউ কেউ বিপ্লবের পক্ষ নিয়ে লিখলেন, ‘প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে রীতিমতো বিরক্ত করা হচ্ছে। ওঁর যথেষ্ট বয়স হয়েছে। এসবই হল ভুলভাল কথা বলিয়ে তা শেয়ার করে ভাইরাল হওয়ার জন্য করা।’