দুর্গাপুজোয় যখন সকলে প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দর্শন করতে ব্যস্ত, ঠিক তখনই স্ত্রীকে নিয়ে নিরুদ্দেশ হলেন পরিচালক বিরসা দাশগুপ্ত। পাহাড়ের কোল থেকে সকলের উদ্দেশ্যে জানালেন বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা। সঙ্গে জানালেন, হঠাৎ ঝটিকা শহরের বিস্তারিত কাহিনী।
স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বিরসা লেখেন, ‘প্রতিবারের মতো এই বছর প্ল্যান করেছিলাম, পূজায় বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে হাউস পার্টি করব। কিন্তু চতুর্থীর দিন ভোরবেলা হঠাৎ করেই পরিকল্পনা পরিবর্তন করলাম। পাঁচ দিনের ছুটিতে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে।’
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
পরিচালক লেখেন, ‘জীবনের প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দী করা আমার নেশা কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনও ফটোগ্রাফার নই। আমার কাছে পেশাদার ক্যামেরা বা সেরকম সরঞ্জাম নেই, তবুও চেষ্টা করি সমস্ত মুহূর্ত তুলে ধরার। আমার ফোনের ক্যামেরা দিয়েই এমন কিছু স্মৃতি তৈরি করার যা আমাদের পরবর্তীকালে আনন্দ দেয়।’
বিদীপ্তার স্বামী লেখেন, ‘আপনার বয়স যত বাড়বে ততই আপনি প্রকৃতির সন্নিকটে যাওয়ার চেষ্টা করবেন। প্রকৃতির মধ্যেই আনন্দ খুঁজে পাবেন। ভিড়ের বা আলোর মধ্যে নয়, শান্তি খুঁজে পাবেন জীবনের জোয়ার ভাটার মধ্যে। প্রতিনিয়ত বেঁচে থাকা যেখানে চ্যালেঞ্জ,সেখানেই খুঁজে পাবেন আসলে আনন্দ।’
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
পরিচালক যে ছবিগুলি পোস্ট করেছেন, সেখানে ধরা পড়েছে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের বহু দৃশ্য। কিছু কিছু ছবিতে আবার অভিনেত্রীকে দেখতে পাওয়া গিয়েছে প্রকৃতির সৌন্দর্য আস্বাদন করতে। সব মিলিয়ে পুজোর পাঁচ দিন পাহাড়ের কোলে যে বেশি সুন্দর ভাবেই কেটেছে দিন, সেটা ছবি দেখেই স্পষ্ট হয়ে যায়।
প্রসঙ্গত, ২০১০ সালে বিদিপ্তা চক্রবর্তীকে বিয়ে করেন বিরসা। দুই সন্তানের বাবা-মা এই তারকা জুটি। পরিচালকের মা চৈতালি দাশগুপ্ত টলিউডের একজন নামী অভিনেত্রী। বিদিপ্তা এবং চৈতালি শাশুড়ি বৌমা হলেও তাদের মধ্যে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক।