বাংলা নিউজ > বায়োস্কোপ > ব্যোমকেশের জন্য শুভ কামনা চাইলেন বিরসা, শুরু হল দেবের নতুন ছবির শ্যুটিং

ব্যোমকেশের জন্য শুভ কামনা চাইলেন বিরসা, শুরু হল দেবের নতুন ছবির শ্যুটিং

ব্যোমকেশের জন্য শুভ কামনা চাইলেন বিরসা

Birsa Dasgupta: ব্যোমকেশ হয়ে আসছেন দেব। তাঁর যোগ্য সহধর্মিণী হয়ে সত্যবতীর চরিত্রে আসছেন রুক্মিণী মৈত্র। বিরসা দাশগুপ্তর পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। ছবির শ্যুটিংয়ের আগে শুভ মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হল, সেটার ছবি পোস্ট করলেন পরিচালক।

ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির শুভ মহরতের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিনই প্রকাশ্যে এসেছে সত্যবতীর চরিত্রে কে থাকবেন। ব্যোমকেশ দেবের সহধর্মিণী হিসেবে তাঁর বিশেষ বন্ধু রুক্মিণী থাকবেন। এই ছবির পরিচালনা করবেন বিরসা দাশগুপ্ত। পরিচালক এদিন শুভ মহরত অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

বিরসা দাশগুপ্ত এই ছবিগুলো ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে লেখেন, 'ব্যোমকেশ ও দুর্গ রহস্যর জন্য আমাদের সবাইকে শুভেচ্ছা জানাবেন।' তিনি এই পোস্টে দেব, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসকে ট্যাগ করেছেন।

ছবিতে দেবকে একটি নীল পাঞ্জাবি পরে থাকতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে রুক্মিণীর পরনে ছিল হলুদ চুড়িদার। গোটা টিমকে এদিন সাদা রঙের পোশাক পরে থাকতে দেখা যায়।

আর রুক্মিণী সেই একই ছবি শেয়ার করে লিখলেন, ‘এই টিমের অংশ হতে পেরে উৎফুল্ল। ব্যোমকেশ ও দুর্গ রহস্যে সত্যবতীর চরিত্রে।’

এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে নায়িকা জানালেন বিনোদিনীর পরই সত্যবতীর চরিত্র করাটা কতটা চ্যালেঞ্জিং। অভিনেত্রীর কথায়, 'কেবল বিনোদিনী নয়, আমার কাছে যে চরিত্র আসুক না কেন আমি সেটাতে নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। বিনোদিনীতে যেমন প্রাণ ঢেলে অভিনয় করেছি সত্যবতীর চরিত্রর জন্যেও তেমন করব।' সত্যবতী চরিত্র নিয়ে অভিনেত্রীর মত কী? তাঁর কথায়, ' সবাই বলছেন সত্যবতী একজন বাঙালি গৃহবধূ। তবে আমায় যে আকর্ষিত করেছে সেটা কিন্তু ওঁর বুদ্ধিমত্তা। এই গল্পের প্রেক্ষাপট যে সময়কার সেই সময়ে কিন্তু আমাদের দিদা ঠাকুমাদের মধ্যে হয়তো একজন করে সত্যবতী লুকিয়ে থাকতেন। তাঁরাই পুরুষদের সঠিক দিশা দেখাতেন। হয়তো তাঁদের কৃতিত্ব প্রকাশ্যে আসত না।'

কলকাতা এবং তাঁর পার্শ্ববর্তী অঞ্চলে এই ছবির শ্যুটিং হবে। যেতে হবে মধ্যপ্রদেশে। রুক্মিণী জানিয়েছেন তাঁদের লুক সেট হয়ে গিয়েছে এই ছবির জন্য।

বন্ধ করুন