মাত্র মাসখানেক আগেই সলমন খানের বাড়ির সামনে এসে ভোররাতে খুল্লামখুল্লা গুলি চালিয়ে যায় দুই ব্যক্তি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, ফের চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে আনল পুলিশ। নবি মুম্বইয়ের পুলিশের তরফে এদিন জানানো হয়েছে আগের ছক বানচাল হওয়ার পর লরেন্স বিষ্ণোইয়ের দল নতুন প্ল্যান করেছে সলমনকে তাঁরই পানভেল ফার্ম হাউজে খুন করার জন্য।
সলমনকে হত্যাকে চেষ্টার বিষয়ে কী জানানো হয়েছে পুলিশের তরফে?
টাইমস অব ইন্ডিয়ার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে তাঁরা সলমন খবর বাড়ির সামনে গুলি চালানোর কেসের সম্পূর্ণ ডিটেল হাতে পেয়েছে। সেখান থেকেই তাঁরা দেখতে পেয়েছেন একটি FIR এর কপি যেখানে দাবি করা হয়েছে লরেন্স বিষ্ণোই, আমেরিকায় থাকা তাঁর তুতো ভাই আনমোল বিষ্ণোই এবং গোল্ডি ব্রার একে ৪৭, এম ১৬, একে ৯২ ইত্যাদি কিনেছিল একজন পাকিস্তানি অস্ত্র সাপ্লায়ারের কাছ থেকে। সেগুলো দিয়েই সলমনকে হত্যার পরিকল্পনা ছিল তাঁদের।
পুলিশের তরফে এদিন আরও জানানো হয়েছে এই অস্ত্র দিয়ে তাঁরা সলমনের গাড়ি উড়িয়ে দিতে চেয়েছিল বা তাঁর ফার্মহাউজে তছনছ করতে চেয়েছিল। কিন্তু তারপরেও বাড়ির বাইরে গিয়ে গুলি করার মতো দ্বিতীয় প্ল্যান তারা কেন বানাল সেটা নিয়ে ধন্দে পুলিশ।
আরও পড়ুন: 'স্বামী' এবার আর 'ড্যান্স নম্বর' নয়, বরং রোম্যান্টিক সং! শ্রেয়ার গানে জমল রশ্মিকা - আল্লুর রসায়ন
প্রসঙ্গত সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর পর এই কেসে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে বলে রাখা ভালো ১৯৯৮ সাল থেকে বিষ্ণোই গ্যাংয়ের চক্ষুশূল হয়ে রয়েছেন সলমন খান। এই বছরই একটি ছবির শ্যুটিংয়ে গিয়ে তিনি রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ মারেন। আর এই বিষ্ণোই গ্যাং কৃষ্ণসার হরিণকে দেবতা রূপে পুজো করে। বলাই বাহুল্য এতে তাঁদের ধর্মে আঘাত লেগেছে। সেটারই প্রতিবাদে তারা সলমন খানকে হত্যা করতে চাইছে।