হইচই বর্তমানে বাংলার সর্বসেরা OTT প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। একেন বাবু থেকে ব্যোমকেশ, ভালোবাসা থেকে রহস্য, সমস্ত স্বাদের সিনেমা এবং সিরিজ দেখতে পাওয়া যায় এই ডিজিটাল প্লাটফর্মে। এবার হইচইতে আসতে চলেছে রহস্যময় সিরিজ, বিষহরি।
বিষহরি কথাটির অর্থ যিনি বিষ নাশ করেন। এক কথায় বলতে গেলে, মা মনসার অন্য নাম হল বিষহরি। মা মনসার একটি মূর্তিকে ঘিরেই তৈরি হয়েছে এই রহস্যময় গল্প। গোটা ঘটনাটি শুরু হয় নাগপঞ্চমী উৎসবের দিন থেকে, যেদিন রাজবাড়িতে প্রতিষ্ঠিত মা মনসার মূর্তি জ্বলজ্বল করে ওঠে।
আরও পড়ুন: ভূত বাংলায় নাচ অক্ষয়- টাবুর, প্রীতমের সুরে বাজবে শাস্ত্রীয় সঙ্গীত!
আরও পড়ুন: ‘এটি ভীষণ বিরক্তিকর..’, ব্লক বুকিং নিয়ে ক্ষোভ প্রকাশ কুণাল কোহলির
রাজবাড়ির পরিবারের সদস্যদের মত অনুযায়ী, মা মনসার মূর্তি জ্বলে ওঠা মানেই পরিবারের কারও মৃত্যু নিশ্চিত। বহু বছর আগেও নাকি এমন ঘটনা ঘটেছিল। কার অপরাধে মা মনসার ক্ষুব্ধ হলেন, খুনের ঘটনা নাকি সত্যি অলৌকিক কোনও অপ্রাকৃতিক ঘটনায় মৃত্যু হল? প্রশ্নের উত্তর খুঁজতে দেখা যাবে শোলাঙ্কি ওরফে রাজনন্দিনীকে।
আরও পড়ুন: ক্যানসার সহ একাধিক দুরারোগ্য রোগে আক্রান্ত হৃতিকের বোন! রাকেশ বললেন, 'ওই শিখিয়েছে কঠিন সময়ে হাসতে'
শোলাঙ্কি একজন সাহসী কৌতুহলী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যিনি খুনের রহস্য উদঘাটন করার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছেন। মা মনসাকে শান্ত করার দায়িত্ব নিতে দেখা যায় তাঁকে। বহু বছর আগে যেমন স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য লড়াই করেছিল বেহুলা, ঠিক তেমনই এই গল্পেও তেমনই দেখা গেছে।
শোলাঙ্কি ছাড়া এই সিরিজে অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য, কৌশিক রায় এবং অন্যান্যরা। আগামী ১৪ ফেব্রুয়ারি একটি অসামান্য জমজমাট থ্রিলার দেখার জন্য এখন থেকেই প্রস্তুত থাকুন। কোনওভাবেই মিস করা যাবে না বিষহরি।