বাংলা নিউজ > বায়োস্কোপ > Biswanath Basu: জি বাংলার আরও এক নতুন ধারাবাহিকে বিশ্বনাথ বসু! কোন চরিত্রে দেখা যাবে?

Biswanath Basu: জি বাংলার আরও এক নতুন ধারাবাহিকে বিশ্বনাথ বসু! কোন চরিত্রে দেখা যাবে?

‘নিম ফুলের মধু’ তে বিশ্বনাথ বসু

Biswanath Basu: কিছুদিন আগে পিলু ধারাবাহিকে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে বিশ্বনাথ বসুকে। ‘বোধিসত্তের বোধ বুদ্ধি’তে বোধির বাবার চরিত্রের পর জি বাংলার নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে অভিনয় করতে চলেছেন তিনি।

ইন্ডাস্ট্রিতে ২১ বছর কাটিয়ে ফেলেছেন অভিনেতা বিশ্বনাথ বসু। পর্দায় দর্শকের মন জয় করতে তাঁর জুরি মেলা ভার। থিয়েটারের মঞ্চ থেকে টেলিভিশন এবং সিনেমার পর্দা, দর্শকদের ভালবাসায় সকলের প্রিয় অভিনেতা হয়ে ওঠার একটা লম্বা জার্নি রয়েছে তাঁর।

পর্দায় অভিনেতা হিসেবে নয়, বাস্তবেও বেশ মজার মানুষ বিশ্বনাথ। বর্তমানে জি বাংলার ‘বোধিসত্তের বোধ বুদ্ধি’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকে ছোট্ট বোধির বাবার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। বিশ্বনাথের বিপরীতে রয়েছেন অভিনেত্রী সোনালি চৌধুরী।

কিছুদিন আগে পিলু ধারাবাহিকে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে বিশ্বনাথ বসুকে। ভীষণ মজার চরিত্রে অভিনয় করেছেন তিনি। জি বাংলার ফের এক নতুন ধারাবাহিকে অভিনয় করবেন বিশ্বনাথ। নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ‘নিম ফুলের মধু’র প্রোমো। ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন পল্লবী শর্মা এবং রুবেল দাস। এই নতুন সিরিয়ালের হাত ধরেই বহুদিন পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন ‘কে আপন কে পর’ সিরিয়ালের নায়িকা জবা। প্রোমো দেখে মনে করা হচ্ছে নতুন ধারাবাহিকে নায়িকার বাবার চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ বসুকে।

বন্ধ করুন