NCP নেতা বাবা সিদ্দিকির মৃত্যুতে বড় ধাক্কা খেয়েছেন বলিউড তারকাদের অনেকেই। আর এই বাবা সিদ্দিকি বলিপাড়ায় যে 'খান'-এর সবথেকে বেশি ঘনিষ্ঠ ছিলেন, সেই সলমন এই খবরে বিপর্যস্ত। অনেকেরই ধারণা সলমন ঘনিষ্ঠ হওয়ার কারণেই এমন ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছেন বাবা সিদ্দিকি। কারণ ২০ বছর আগে, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিশোধ নিতেই বিষ্ণোই গ্যাং সলমন খানকে একাধিকবার প্রাণে মারার হুমকি দিয়েছে।
আর এই পরিস্থিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, ২০ বছর আগে ঘটে যাওয়া কৃষ্ণসার হরিণের ঘটনা নিয়ে বিষ্ণোই সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছিলেন সলমন। তাঁর উচিত এই কারণে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে নওয়া।
X হ্যান্টেলে সলমনকে খোলা চিঠি বিজেপি সাংসদের
BJP সাংসদ হরনাথ সিং যাদব লেখেন, ‘'প্রিয় সলমন খান, বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে বিশ্নোই দেবতা মনে করে পুজো করে। আর সেই হরিণ আপনি শিকার করেছেন, তার মাংস রান্না করে খেয়েছেন। এতে বিষ্ণোই সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লেগেছে। বহুদিন ধরেই এটা নিয়ে ওঁরা আপনার উপর ক্ষুব্ধ। তবে মানুষ মাত্রেই এই ভুল হয়। আপনি বড় অভিনেতা, দেশের এত মানুষ আপনাকে সম্মান করেন। তাই আপনাকে আমার পরামর্শ বিষ্ণোই সম্প্রদায়ের কাছে আপনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিন।'
আরও পড়ুন-'উৎসবে না থাকাটাও অন্যায়', বলছেন রাইমা-রিয়া, আরজি কর ইস্যুতে কী বললেন মুনমুন কন্যারা?
প্রসঙ্গত গত গত ১২ অক্টোবর এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে তিন দুষ্কৃতী, যাঁরা জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে যুক্ত। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ইতিমধ্যেই বাবা সিদ্দিকির খুনের ঘটনায় দায় স্বীকার করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিষ্ণোই গ্যাং-এর একটা পোস্ট ভাইরাল হয়েছে। পোস্টটি করেন শুবু লোনকর নামে একজন ব্যক্তি।
তিনি লেখান, 'আমি যেটা ঠিক বুঝেছি, সেটাই করেছি ৷ বন্ধুত্বের দায়কে সম্মান জানিয়েছি ৷ সলমন খান, আমরা এই যুদ্ধ চাইনি ৷ তবে আপনার কারণেই ভাইকে প্রাণ দিতে হল ৷ তিনি একসময় দাউদের সঙ্গে MCOCA (মহারাষ্ট্র কন্ট্রোল অফ অরগানাইজেশন ক্রাইম)এ কাজ করেছেন। তাঁর মৃত্যুর কারণ বলিউড, রাজনীতি ও সম্পত্তির লেনদেনে দাউদ ও অনুজ থাপনের সঙ্গে সম্পর্ক।'
তিনি আরও জানান, "কারও সঙ্গে আমাদের শত্রুতা নেই ৷ তবে যে ব্য়ক্তি সলমন খান অথবা দাউদ গ্যাংকে সাহায্য করবে, তাঁকে প্রস্তুত থাকতে হবে ৷ আমাদের কোনও ভাইয়ের মৃত্যু হলে আমরাও নিশ্চিতভাবে তার উত্তর দেব ৷ আমরা কিন্তু কখনও প্রথম আঘাত করি না ৷' যদিও এই ভাইরাল পোস্টটি আদৌ সত্যি কিনা, তার সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।