বাংলা নিউজ > বায়োস্কোপ > Bobby Deol's Birthday : বাড়িতেই থাকতেন না ধর্মেন্দ্র! ‘ছোটবেলায় ভাবতাম বাবা হারিয়ে গিয়েছেন…’

Bobby Deol's Birthday : বাড়িতেই থাকতেন না ধর্মেন্দ্র! ‘ছোটবেলায় ভাবতাম বাবা হারিয়ে গিয়েছেন…’

ববি দেওলের জন্মদিন

ইনস্টাগ্রামে উঠে আসা ওই ভিডিয়ো ক্লিপে ববিকে গোলাপি ড্রেসে দেখা গিয়েছে। সেখানে তিনি বাবা ধর্মেন্দ্রর সঙ্গে খুনসুটিতে মজে রয়েছেন। বাবা ও ছেলে দুজনকেই একটা লম্বা স্টিলের গ্লাস থেকে দুধ খেতে দেখা গিয়েছে। ছোট্ট ববির গোঁপে দুধের দাগ লেগে থাকলে ধর্মেন্দ্র তা মুছে দেন।

২৭ জানুয়ারি, ২০২৩, ৫৪-তে পা দিলেন অভিনেতা ববি দেওল। ববি দেওল, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এবং তার স্ত্রী প্রকাশ কৌরের ছোট ছেলে, ১৯৯৫ সালের ‘বরসাত’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। রাজকুমার সন্তোষী পরিচালিত ওই একই ছবির হাত ধরেই ববি দেওলের বিপরীতে বলিউডে পা রেখেছিলেন টুইঙ্কল খান্না। শুক্রবার ববি দেওলের জন্মদিন উপলক্ষে, বলিউড ডিরেক্টর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেতা ধর্মেন্দ্রর একটি পুরনো ডকুমেন্টারি ভিডিয়োর ক্লিপ শেয়ার করা হয়েছে। যেখানে ছোট্ট ববি দেওলকে দেখা গিয়েছে, তখন তাঁর বয়স ছিল মাত্র কিংবা পাঁচ বা ছয়।

ইনস্টাগ্রামে উঠে আসা ওই ভিডিয়ো ক্লিপে ববিকে গোলাপি ড্রেসে দেখা গিয়েছে। সেখানে তিনি বাবা ধর্মেন্দ্রর সঙ্গে খুনসুটিতে মজে রয়েছেন। বাবা ও ছেলে দুজনকেই একটা লম্বা স্টিলের গ্লাস থেকে দুধ খেতে দেখা গিয়েছে। ছোট্ট ববির গোঁপে দুধের দাগ লেগে থাকলে ধর্মেন্দ্র তা মুছে দেন।,এবং ধর্মেন্দ্রকে ববিকে ইশারায় কিছু একটা বলেন।। তখন ছোট্ট ববিও তাঁর বাবা কী বলছিলেন তা মন দিয়ে শুনছিলেন।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘শুভ জন্মদিন, ববি দেওল। এখানে ববি দেওলকে নিয়ে ধর্মেন্দ্রের ডকুমেন্টারি থেকে একটি ক্লিপ শেয়ার করা হল। আপনার প্রিয় ববি দেওলের পছন্দের চরিত্র কী? কমেন্টে জানান।’ ভিডিয়োর নিচে একজন লিখেছেন, ডকুমেন্টরিটির নাম কী? আরেকজন জিজ্ঞেস করেন, ‘এই ডকুমেন্টরিটা কোথায় পাওয়া যাবে?’ একজন বলেছেন, ‘ভিডিওটির উৎস উল্লেখ করুন। তাহলে লোকজন এটি সহজেই খুঁজে পাবেন।’ কারোর দাবি, ‘এত ছোট ভিডিয়োতে ববিকে কতটুকুই বা দেখা গিয়েছে।’ কারোর মন্তব্য ‘ওহ খুব সুন্দর।’ আরেকজন বলেন, ‘এত্ত মিষ্টি’। একটি কমেন্টেও লেখা হয়,  ‘এত্ত সুন্দর।’

২০২২-এ হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে, ছোটবেলায় বাড়িতে বাবা ধর্মেন্দ্রর হারিয়ে যাওয়ার কথা বলেছিলেন ববি। তাঁর কথায়, তিনি যখন ছোট, তখন ধর্মেন্দ্র শ্যুটিংয়ের জন্য বহু সময় সেটেই কাটাতেন, একাধিক শিফটে কাজে ব্যস্ত থাকতেন। সেকথা মনে করে ববি বলেছিলেন, 'আমি বাবাকে বাড়িতে ভীষণ মিস করতাম... মাঝে মাঝে উনি আমাকে বিভিন্ন লোকেশনের শুটিংয়ে নিয়ে যেতেন। কিন্তু সেখানে গিয়েও তো উনি ব্যস্ত থাকতেন। আক্ষরিক অর্থেই উনি চব্বিশ ঘন্টা কাজ করতেন, যাতে তিনি আমাদের জন্য একটি সুন্দর সাম্রাজ্য তৈরি করতে পারেন। এমনকি তিনি শ্যুটিং সেটেই ঘুমতেন।

ব্যক্তিগত জীবনে ফ্যাশন ডিজাইনার তানিয়া দেওলকে বিয়ে করেছেন ববি দেওল। তাঁদের দুই ছেলে - আর্যমান দেওল এবং ধরম দেওল। ববিকে শেষবার প্রকাশ ঝা-এর ওয়েব সিরিজ আশারাম সিজন৩-তে দেখা গিয়েছে, যেটি ২০২২-এর জুনে মুক্তি পেয়েছিল। অ্যানিমাল এবং আপনে ২-তে দেখা যাবে ববি দেওলকে।

 

বন্ধ করুন