রণবীর কাপুর, ববি দেওল দুই প্রজন্মের দুই তারকা যখন একে অপরের বিপরীতে অভিনয় করেন, তা সত্যিই দেখার মতো হয়। ১০০ কোটি টাকার বাজেটে তৈরি হওয়া এই অ্যানিম্যাল ৯১৭.৮২ কোটি টাকা আয় করেছিল সারা বিশ্ব জুড়ে। একদিকে যেমন রণবীরের অভিনয় মানুষকে মুগ্ধ করেছিল তেমন অন্যদিকে ববির এন্ট্রি স্টেপ হয়েছিল ভাইরাল।
অ্যানিম্যাল সিনেমায় আবরার হকের ভূমিকায় অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন ববি। দীর্ঘদিন পর আবার প্রিয় তারকাকে এমন ভয়ঙ্কর রূপে দেখতে পেয়ে হতবাক হয়ে যান সকলে। ববি থেকে তিনি রাতারাতি পাল্টে হয়ে যান লর্ড ববি। কিন্তু যে নাচের স্টেপ করে রাতারাতি এত জনপ্রিয় হয়েছিলেন ববি, সেই নাচের স্টেপ তিনি শিখেছিলেন কার থেকে?
অ্যানিম্যাল সিনেমার জামাল কুদু গানের সেই স্টেপ ভাইরাল হওয়ার পর ববিকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, ‘নাচটা আমার কখনওই ভালো হয় না। আমার এখনও মনে আছে, সন্দীপ যখন আমাকে দৃশ্যটি বর্ণনা করছিলেন তখন আমাকে বলেছিলেন, এটা তোমার বিয়ে এবং তোমাকে নাচতে হবে।’
আরও পড়ুন: তৈমুর বায়না করতেই চোখ গরম করিনার! মায়ের জন্মদিন এটা কী করলেন সইফ?
ববি আরও বলেন, ‘আমি পরিচালককে বললাম আমি কোরিওগ্রাফারের সঙ্গে নাচতে পারি না। এই কথা বলে যখন আমি নাচ শুরু করলাম তখন উনি বললেন, আমি চাই না তোমাকে ববির মতো কেউ দেখুক, তোমাকে আবরারের মতো নাচ করতে হবে। পরিচালকের এই কথা শুনে আমি বুঝতে পারছিলাম না আমার ঠিক কী করা উচিত।’
‘জামাল কুদু গানটির নাচ নিয়ে যখন চিন্তাভাবনা করছিলাম তখন আমি আমার সহ অভিনেতা সৌরভের কাছে গিয়েছিলাম, যিনি আমার ভাইয়ের চরিত্রে অভিনয় করছিলেন সিনেমায়। আমি সৌরভকে জিজ্ঞাসা করলাম, তুমি কীভাবে নাচবে? সৌরভ যখনই নাচ শুরু করল তখনই আমার কাছে স্পষ্ট হয়ে গেল আমি ঠিক কি করতে চাই।’
ববি বলেন, ‘জামাল কুদু নাচের যে স্টেপ সকলে দেখেছিলেন, সেটি মূলত পাঞ্জাবের মানুষের থেকে নেওয়া। ছোটবেলায় বাবার সঙ্গে যখন পাঞ্জাবে ঘুরতে যেতাম তখন মনে আছে গ্রীষ্মকাল বা শীতের রাতে ছেলেরা মদ খেয়ে গান বাজিয়ে মাথায় চশমা অথবা বোতল রেখে নাচ করত।’
আরও পড়ুন: হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে ব্রেকআপ! ফের কম বয়সী পুরুষের প্রেমে ৫১-র মালাইকা, কে তিনি?
পর্দার আবরার বলেন, ‘আমার যখনই ওই দৃশ্যটি মনে পড়েছিল তখন আমার কাছে স্পষ্ট হয়ে যায় আমি কী করতে চাই। আমি পরিচালককে বললাম, আমাকে একবার এটা করতে দিন। এর আগেও আমি অনেকবার এই স্টেপ করেছি। উনি রাজি হয়ে যান আর তারপর পুরোটাই ইতিহাস। তবে এই নাচ এতটা জনপ্রিয় হবে সত্যি বুঝতে পারিনি। আমার কাছে এটা স্বপ্নের মতো।’