বাংলা নিউজ > বায়োস্কোপ > Bobby Deol-Jr NTR: জুনিয়র NTR-এর ছবির খলনায়ক এবার লর্ড ববি! নায়িকার ভূমিকাতেও রয়েছে বড় চমক

Bobby Deol-Jr NTR: জুনিয়র NTR-এর ছবির খলনায়ক এবার লর্ড ববি! নায়িকার ভূমিকাতেও রয়েছে বড় চমক

ববি দেওল ও জুনিয়র এনটিআর

প্রশান্ত নীলের পরিচালনায় জুনিয়র এনটিআরকে 'ড্রাগন' সিনেমায় দেখা যাবে। আর বড় চমক হল এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেতা ববি দেওল।

এসএস রাজামৌলির 'RRR' দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর এবং রাম চরণের ক্যারিয়ারে একটি মাইলফলক। এই ছবির হাত ধরেই ভারতে এসেছিল অস্কার। 'নাটু নাটু' ছন্দে নেচে ছিল গোটা বিশ্ব। আর 'RRR'- এর এই বিশ্বব্যাপী সাফল্যের পর, আবার জুনিয়র এনটিআর কোরাতলা শিবা রূপে তাঁর নতুন প্রোজেক্ট, 'দেভারা: পার্ট ১' নিয়ে ফিরছেন। তাছাড়াও 'কেজিএফ', 'সালার'-এর মতো বক্স অফিস হিট সব ছবির পরিচালক প্রশান্ত নীলের সঙ্গেও অভিনেতা একটি ছবি করতে চলেছেন বলে খবর।

প্রশান্ত নীলের পরিচালনায় জুনিয়র এনটিআরকে 'ড্রাগন' সিনেমায় দেখা যাবে। আর বড় চমক হল এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেতা ববি দেওল। 'অ্যানিমাল'-এ তিনি খলনায়কের ভূমিকায় সকলের নজর কেড়েছেন। তাঁর চরিত্রের নাম ছিল আব্রার। ছবিতে তাঁর কোনও সংলাপ ছিল না কারণ তাঁকে মূক হিসেবে দেখানো হয়েছে। কিন্তু তাতে কী আসে যায় কেবল অঙ্গভঙ্গি আর চোখের ভাষা দিয়ে অভিনয় করেই তিনি বাজিমাত করে দেন। আর 'অ্যানিমাল'-এর ব্যাপক সাফল্যের পর, তিনি হয়ে ওঠেন লর্ড ববি।

আরও পড়ুন: ‘এটা খুব মিষ্টি…’ এপি ধিলোনের সঙ্গে প্রেম করার প্রসঙ্গে মুখ খুললেন বনিতা

তাছাড়াও সাম্প্রতিক প্রতিবেদনগুলির তথ্য অনুসারে এই ছবিতে রশ্মিকা মন্দানাকে নাকি প্রধান মহিলা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। 'অ্যানিমাল'-এও রণবীরের বিপরীতে নায়িকাকে দেখা গিয়েছিল। তাছাড়া খুব তাড়াতাড়ি পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর জনপ্রিয় ছবি 'পুস্পা'-এর সিক্যুয়েল 'পুস্পা ২'। আর এবার তিনি থাকছেন 'ড্রাগন'-এও।

প্রসঙ্গত, পিঙ্কভিলার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, করণ জোহর নাকি প্রাথমিকভাবে 'ড্রাগন' নামটি নিবন্ধন করেছিলেন। রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়ে 'ব্রহ্মাস্ত্র'- এর জায়গায় এই নামটি ভেবেছিলেন করণ। কিন্তু গল্পে পরিবর্তন আসায় নির্মাতারা 'ড্রাগন' নামটি বাদ দেন। আর তারপরই নাকি করণ জোহর জুনিয়র এনটিআর ছবির জন্য এই নামটি ছাড়তে রাজি হন। কারণ হিসেবে অনেকেই বলছেন, করণ জোহরের প্রোডাকশন হাউস উত্তর ভারতে 'দেভারা: পার্ট ১' ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে। তবে 'ড্রাগন'-এর শ্যুটিং এখনও শুরু হয়নি, কারণ প্রশান্ত নীলও প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন- অভিনীত 'সালার পার্ট ২: শৌরঙ্গ পারভম'- এর সিক্যুয়েল তৈরিতে ব্যস্ত।

আরও পড়ুন: শুধু সোনাক্ষী নন, তাঁর হবু বরও বি-টাউনে পা রাখেন সলমনের হাত ধরে! জানেন কীভাবে? দেখে নিন

উল্লেখ্য, 'অ্যানিম্যাল' ছবিটি গত বছরের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বড় পর্দায়। তারপর এই ছবিটি একাধিক বিতর্ক উসকে দেয়। তবুও সেসব কিছুকেই ছাপিয়ে গিয়েছিল ছবির বানিজ্যিক সাফল্য। এই ছবিতে রণবীর কাপুর, ববি দেওল, রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, তৃপ্তি দিমরি প্রমুখকে দেখা গিয়েছিল।

বায়োস্কোপ খবর

Latest News

৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড কোনও টেস্ট সরছে না! পাকিস্তানেই হবে ইংল্যান্ড সিরিজ! জল্পনা ওরালেন PCB প্রধান… রিল রিয়েল মিলেমিশে একাকার, অনন্যার ওয়েব সিরিজে দেখা গেল কার বিয়ের দৃশ্য? আলু ভাতে, বেগুন ভর্তা তো খেয়েছেন, স্বাদ বদলাতে লঙ্কা ভর্তা ট্রাই করবেন নাকি? সিদ্ধি বিনায়ক দর্শনের পরই হাসপাতালে ভর্তি হলেন দীপিকা, শুভক্ষণ আসন্ন… খারাপ আলোর জের!পেসার ওকস হয়ে গেলেন স্পিনার! শ্রীলঙ্কা-ইংল্যান্ডে টেস্টে বিরল ছবি কলকাতার Infosys-এ নিয়োগ হবে! ইন্টারভিউও এখানে, কবে? কী কী লাগবে? কোন পদে? ভারত অধিনায়কদের মধ্যে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরে কোথায় বিরাট-সচিন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.