গত মাসে, পুজোর ঠিক মুখে ৮ অক্টোবর মুক্তি পেয়েছে বহুরূপী। দেখতে দেখতে সেই ছবির মুক্তির একমাস পেরিয়ে গেল। আর এই এক পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই একটি নতুন রেকর্ড গড়ল এই ছবি। সেই সুখবর এদিন উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে প্রকাশ্যে নিয়ে আসা হল। কী ঘটেছে? এই এক মাসে রেকর্ড সংখ্যক দর্শক দেখেছেন এই ছবি।
আরও পড়ুন: ছয় দশক পর ফের বড় পর্দায় ‘মণিহারা’! ৩ ভূতের গপ্প বলতে সত্যমের সঙ্গে থাকছেন কারা?
বহুরূপী ছবিটির মাথায় নতুন পালক
বহুরূপী ছবিটি ১২ কোটির গণ্ডি টপকে গিয়েছে বহুদিন আগেই। এবার জানা গেল মাত্র এক মাসের মধ্যেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবিটি ১০ লক্ষের বেশি মানুষ দেখেছেন। এদিন সেই খবর ভাগ করে ছবির প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে লেখা হয়, 'রেকর্ড ব্রেকিং। ১ মাসের মধ্যে, ১০ লক্ষেরও বেশি মানুষ দেখলেন বহুরূপী। সকলকে অনেক অনেক ধন্যবাদ। বহুরূপী, একটি দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতির গল্প।'
প্রসঙ্গত এর আগেও নজরকাড়া আয়ের জন্য বিশেষ সম্মান পেয়েছে বহুরূপী। ভারত নয়, পড়শি দেশ থেকে বিশেষ সম্মান পেয়েছে। এই বিষয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, 'বহুরূপীর প্রথম অভিনন্দন স্মারক এল প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বাংলাদেশ থেকে। ধন্যবাদ ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ধন্যবাদ চ্যানেল আই। সাগরভাই (ফরিদুর রেজা সাগর) কে আমার ও পুরো বহুরূপী টিমের প্রণাম ও শুভেচ্ছা।' বাংলা ছবির জগতে এত বড় সাফল্যের জন্য এই সম্মাননা দেওয়া হল বহুরূপী ছবিটিকে।
বহুরূপী বড় পর্দায় মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক তো বটেই সমালোচকদের থেকেও প্রবলভাবে সমাদৃত এবং প্রশংসিত হয়েছে। লোকের মুখে মুখেই ছড়িয়ে গিয়েছিল ছবির কথা। তবে কেবল ছবির গল্প বা অভিনেতাদের অভিনয় নয়, সমানভাবে নজর কেড়েছে এই ছবির গানগুলিও।
আরও পড়ুন: সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে গরমিল করেছেন AIIMS -এর চিকিৎসক? বিস্ফোরক দাবি সলমনের প্রাক্তন সোমির
বহুরূপী প্রসঙ্গে
বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। এখানে উঠে এসেছে ব্যাঙ্ক ডাকাতির গল্প তাও বাস্তব ঘটনা অবলম্বনে।