বাংলা নিউজ > বায়োস্কোপ > Akanksha Dubey: হোটেলরুমে ভোজপুরী অভিনেত্রীর ঝুলন্ত দেহ! নিখোঁজ বয়ফ্রেন্ড, দানা বাঁধছে রহস্য

Akanksha Dubey: হোটেলরুমে ভোজপুরী অভিনেত্রীর ঝুলন্ত দেহ! নিখোঁজ বয়ফ্রেন্ড, দানা বাঁধছে রহস্য

'আত্মঘাতী' আকাঙ্খা দুবে

Akanksha Dubey Death: মৃত্যুর কয়েকঘন্টা আগেই ইনস্টায় নাচের ভিডিয়ো পোস্ট, রবিবার সকালেই মুক্তি নতুন মিউজিক ভিডিয়োর। শ্যুটিংয়ে এসে কী এমন ঘটল আকাঙ্খার সঙ্গে? আকাঙ্খা দুবের মৃত্যু ঘিরে চাঞ্চল্য়। 

রবিবার বারাণসীর সারনাথের কাছে একটি হোটেল খেকে উদ্ধার হয় ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক ধারণা আত্মঘাতী হয়েছেন মাত্র ২৬ বছর বয়সী অভিনেত্রী। একটি ছবির শ্যুটিংয়ে বারাণসী পৌঁছেছিলেন আকাঙ্খা। জানা গিয়েছে, শ্যুটের জন্য তৈরি হওয়ার ডাক দিতে মেক-আপ ম্যান তাঁর হোটেল রুমে যান, কিন্তু ডাকাডাকি করেও সাড়া মেলেনি। এরপর আকাঙ্খাকে বারংবার ফোন করেও ইউনিটের কারুর প্রশ্নের জবাব আসেনি। অবশেষে হোটেলের মাস্টার কি (Master Key) দিয়ে দরজা খোলা হলে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় আকাঙ্খার দেহ দেখলে সকলের হাড়হিম হয়ে যায়। 

ঘনিষ্ঠমহল সূত্রে খবর, শনিবার রাতে একটি জন্মদিনের পার্টিতে যোগ দেন আকাঙ্খা। রাত ১.১৫ নাগাদ হোটেল রুমে ফেরত এসেছিলেন তিনি। এক পুরুষসঙ্গী আকাঙ্খাকে হোটেলরুমে পৌঁছে দিতে আসে, প্রায় ১৫ মিনিট ওই রুমেই ছিলেন তিনি। তাঁর পরিচয় এখনও সামনে আসেনি। মৃত্যুর কয়েকঘন্টা আগেও ইনস্টাগ্রামে নাচের রিল ভিডিয়ো পোস্ট করেছেন আকাঙ্খা। সেখানে ক্রপ টপে কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ভোজপুরী সুপারস্টার পবন সিং-এর সঙ্গে রবিবার সকালেই একটি মিউজিক ভিডিয়োও মুক্তি পেয়েছে তাঁর। 

গোটা ঘটনায় চাঞ্চল্য ভোজপুরী ইন্ডাস্ট্রি জুড়ে। মামলার তদন্তে নেমেছে আকাঙ্খার প্রেমিক সমর সিং-এর খোঁজ করছে পুলিশ। সকাল থেকেই সুইচড অফ সমরের ফোন। শত চেষ্টা করেও পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন সমর ও আকাঙ্খা। তাঁদের প্রেম নিয়ে কমচর্চা হয়নি। দীর্ঘ সময় ধরে সমরকে নিজের ‘ভাই’ হিসাবেই পরিচয় দিতেন আকাঙ্খা। তবে মাস কয়েক আগেই সম্পর্কে থাকার খবরে শিলমোহর দেন অভিনেত্রী। সেই নিয়ে কম ট্রোলড হননি তিনি। 

সদ্যই ‘মিট্টি’ ছবির শ্যুটিং শেষ করেছেন আকাঙ্খা, তাঁর হাতে ছিল বেশ কয়েকটি প্রোজেক্ট। ২৬ বছরেই নিজের পরিচিতি গড়ে তুলতে সফল হয়েছিলেন অভিনেত্রী। 'বীরোঁ কে বীর' এবং ‘কসম প্যায়দা করনেওয়ালে কি-২’-র মতো হিট ভোজপুরী ছবিতে অভিনয় করেছেন আকাঙ্খা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। 

আরও পড়ুন-বয়স মাত্র ২৬, নতুন গান আসার খবর দিয়ে কেন চলে গেলেন অভিনেত্রী! আত্মহত্যা নাকি…

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন