বাংলা নিউজ > বায়োস্কোপ > 'আনদেখি ২'-এর ডিএসপি ঘোষ কেরিয়ারের অন্যতম প্রিয় চরিত্র: দিব্যেন্দু ভট্টাচার্য

'আনদেখি ২'-এর ডিএসপি ঘোষ কেরিয়ারের অন্যতম প্রিয় চরিত্র: দিব্যেন্দু ভট্টাচার্য

দিব্যেন্দু ভট্টাচার্য।(নিজস্ব ছবি)

এই মুহূর্তে হিন্দি ওয়েব সিরিজের অন্যতম জনপ্রিয় নাম দিব্যেন্দু ভট্টাচার্য। বড়পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও চুটিয়ে কাজ করছেন মুম্বইয়ের এই বাঙালি অভিনেতা।

এই মুহূর্তে হিন্দি ওয়েব সিরিজের অন্যতম জনপ্রিয় নাম দিব্যেন্দু ভট্টাচার্য। বড়পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও চুটিয়ে কাজ করছেন মুম্বইয়ের এই বাঙালি অভিনেতা। আমির খানের 'মঙ্গল পাণ্ডে' হোক কিংবা জনআব্রাহামের 'ধন ধনা ধন গোল', পর্দায় স্বল্প দৈর্ঘ্যের চরিত্রতেই নজর কেড়েছিলেন তিনি। পাশাপাশি ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘দেব ডি’, ‘লুটেরা’, র মতো বহু ছবিতে কাজ করেছেন। এদিকে ওটিটি দুনিয়ায় ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘আনদেখি’, 'বদলাপুর' ইত্যাদিতে কাজ করার পর দক্ষ অভিনেতা হিসেবে নাম করেছেন মুম্বইয়ের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। গত মাসেই তাপসী মুক্তি পাওয়া পান্নু-তাহির রাজ ভাসিন অভিনীত নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'লুপ লপেটা'-তে প্রধান ভিলেন চরিত্রে দেখা গিয়েছিল দিব্যেন্দুকে। এদিন শুক্রবার ৪ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম SonyLIV-এ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ 'আনদেখি'-র দ্বিতীয় ভাগ 'আনদেখি ২'।

ক্রাইম থ্রিলার সিরিজ 'আনদেখি'-র এই সিক্যুয়েলেও ডিএসপি ঘোষ-এর চরিত্রেই দেখা যাবে তাঁকে। জানিয়ে রাখা ভালো, 'আনদেখি'-তে তাঁর অভিনীত চরিত্রটি দারুণ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। এ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস-কে মুম্বই থেকে ফোনে তিনি বললেন, 'Sony LIV-এর সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। স্বভাবতই যথেষ্ট উৎসাহিত। খুব খেটেখুটে এই কাজটি করেছি। অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছি। 'আনদেখি' যে এতটা জনপ্রিয় হবে তা স্বভাবতই আগে টের পাইনি। তাই এর দ্বিতীয় সিজনে অভিনয় করাকালীন অল্প হলেও চাপ তো ছিলই। 'ক্রিমিনাল জাস্টিস' সিরিজে আমাকে নেগেটিভ চরিত্রে দেখার পরপরই 'আনদেখি'-তে ডিএসপি ঘোষের মতো মজাদার অথচ দৃঢ় মননের একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখে দর্শক রীতিমতো চমকে গেছিলেন। অবশ্য প্রশংসা ও ভালোবাসতেও ভরিয়ে দিয়েছিলেন। তাই স্বভাবতই আনদেখি ২ নিয়ে ব্যক্তিগতভাবে আমার অনেক আশা।'

সামান্য থেমে তিনি আরও জানান যে 'আনদেখি ২'-তে তাঁর কেরিয়ারে এই ডিএসপি ঘোষের চরিত্রটি তাঁর অন্যতম প্রিয় চরিত্র। দিব্যেন্দ্যুর কথায়, ' এককথায় চরিত্রটিতে প্রচুর শেডস রয়েছে। এর থেকে বেশি বললে মজাটাই নষ্ট। ডিএসপি ঘোষ মাঝেমধ্যেই যে দর্শকদের দারুণ চমকে দেবে সে দর্শকদের এটুকু বলতে পারি। সে যেমন মজার তেমন সাহসী।'

প্রসঙ্গত, এক রাতে নৃশংস হওয়া একটি খুনকে কেন্দ্র করেই শুরু হয় 'আনদেখি'-র গল্প। সেই খুনের তদন্তে নেমে ধীরে ধীরে উন্মোচন হতে থাকে আরও নানারকম গভীর রহস্যের। শুরু হয় দুষ্কৃতী ও পুলিশের মধ্যে 'ইঁদুর-বিড়াল'-এর খেলা। শেষপর্যন্ত অন্যায়কারী শাস্তি পেল কি না, তা জানার আগেই পর্দা নেমেছিল 'আনদেখি' সিরিজের। উল্লেখ্য,'আনদেখি' -এর গল্পযেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হয়েছে 'আনদেখি ২'।

এই সিরিজে দিব্যেন্দ্যু ভট্টাচার্য ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে হর্ষ ছায়া, সূর্য শর্মা, আঁচল সিং, অপেক্ষা পড়োয়াল-কে।

 

বায়োস্কোপ খবর

Latest News

মমতা বন্দ্যোপাধ্যায় কি রোহিঙ্গা? প্রশ্ন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ‘‌বিজেপির ১০ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়’‌, বিস্ফোরক দাবি অভিষেকের গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? শামি 'আদ্যোপান্ত দুশ্চরিত্র'! অন্য 'মহিলাদের পিছনে ছুকছুক করতেন'! বেফাঁস হাসিন ভারতের চিকেন টিক্কা এবং পাও ভাজিতে মজেছেন SRH অধিনায়ক, এই দেশের আর কী মনে ধরেছে? কলকাতায় বড় বিপদ! বাড়িতে থাকলেও গরমে নিরাপদ নন এই সব অসুখে আক্রান্তরা 'কাজ করলে প্রচার কই'! ভোটারের প্রশ্নে মেজাজ হারালেন শতাব্দী, আঙুল উঁচিয়ে ধমক বক্তব্য রাখার সময় সভামঞ্চেই জ্ঞান হারালেন নীতীন গড়কড়ি, মহারাষ্ট্রে তোলপাড় ঘটনা মুঠোর মধ্যে যখন কিছু ধরেন, সবচেয়ে বেশি খাটে কে? কোন আঙুল, জানলে চমকে যাবেন রিঙ্কু, হার্দিক T20 বিশ্বকাপে থাকবেন? রবি বা সোমেই হতে পারে ঠিক, থাকবেন রোহিতও

Latest IPL News

গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.