কলকাতা এখন উত্তাল, বড়ই অস্থির সময়ের মধ্যে দিয়ে হেঁটে চলেছে এই রাজ্য। এই পরিস্থিতিতেই কলকাতায় এসেছিলেন বলি অভিনেতা বিক্রান্ত মাসে, তাও আবার অসুস্থ অবস্থাতে। তবে এই পরিস্থিতিতে কলকাতায় এসে বিতর্কিত বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিক্রান্ত মাসে। বিতর্কিত বিষয়ে মুখে কুলুপ আঁটলেও কলকাতার প্রশংসায় পঞ্চমুখ বিক্রান্ত।
গায়ে জ্বর নিয়ে এশহরে আসেন অভিনেতা। এক আলোচনা চক্রে যোগ দিয়ে তিলোত্তমা কলকাতার প্রসঙ্গ উঠতেই বিক্রান্ত মাসে বলেন, 'আমেরিকা ও সেখানকার আভিজাত্য নিয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে ওই শহরে মাঝরাতে কোনও খাবার পাওয়া যায় না। তবে মুম্বই, কলকাতায় সেটা হয় না। এখানে গভীর রাতেও খিদে পেলে কিন্তু সমস্যা নেই, কেউ খালি পেটে থাকে না।'
এদিকে নারী সুরক্ষা নিয়েও সুর চড়িয়েছেন বিক্রান্ত মাসে। তিনি বলেন, ‘ধর্ষণের মতো অপরাধের শাস্তি ফাঁসি। একজন নারীর নিরাপত্তা শুধু সিনেমার সেটেই আটকে থাকে না। পুরুষ হিসাবে লজ্জা লাগে।’ এক্ষেত্রে মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্রান্ত মাসে।
প্রসঙ্গ, বহুদিন ধরে ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন বিক্রান্ত মাসে। তবে গত বছর মুক্তি পাওয়া 'টুইয়েভ ফেল' দিয়ে বক্স অফিসের বহু রেকর্ডও ভেঙে দিয়েছেন বিক্রান্ত।
আর এবারনেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বিক্রান্তের 'সেক্টর ৩৬'। যেখানে উঠে এসেছে হাড়হিম করা বাস্তব ঘটনা। নিঠারি হত্যাকে প্রেক্ষাপট করেই তৈরি হয়েছে 'সেক্টর ৩৬'-এর চিত্রনাট্য। এখানেও বিক্রান্ত মাসের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক।