চুপি চুপি কলকাতায় হাজির বলি অভিনেত্রী অহনা কুমরা। শহরে আসার কথা ঘুনাক্ষরেও কাউকে জানতে দেননি অহনা। ঘুরলেন স্টুডিওপাড়া, চড়লেন হলুদ ট্যাক্সি, কালীঘাটে পুজোও দিলেন অহনা। তবে হঠাৎ কলকাতায় কী কারণে এসেছিলেন অহনা?
নাহ, কোনও কাজ বা ছবির প্রচার নয়, নেহাতই নাকি ঘুরতেই কলকাতায় এসেছিলেন অহনা কুমরা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশান অন্তত সেকথাই বলছে। কলকাতায় আসার বেশকিছু ছবি পোস্ট করে অহনা লেখেন, ‘একদিন বচ্চন সাব বলেছিলেন, যখনই অনুপ্রেরণা প্রয়োজন হবে, তখন কলকাতায় ঘুরে যেও।’ অহনা আরও লেখেন, ‘অনেকসময় ছুটতে ছুটতে, জীবনের ব্যস্ততায়, ছোট ছোট অনুপ্রেরণা আমরা খুঁজে নিতে ভুলে যাই। যেমন খুব ভালো খাবার, ট্যাক্সিতে চড়া, রাস্তায় পায়ে হেঁটে ঘোরা…সবকিছুই মন ভালো করে দেয়। আমার উপর কলকাতার সেই প্রভাব আছে। এই শহরে সত্যিই জাদু আছে।’
নিজের পোস্ট, চন্দন রায় সান্যাল, অনিরুদ্ধ রায় চৌধুরী, ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে নিজের পোস্টটি ট্যাগ করে ভালো খাবারের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন অহনা কুমরা। সঙ্গে স্নেহা সিং উপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে বিমানবন্দর অবধি পৌঁছে দেওয়ার জন্য। অহনা কুমরা জানিয়েছেন, তিনি এই বন্ধুদের সাহায্যেই ছোট্ট কলকাতা সফর সেরেছেন।
সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবিও পোস্ট করেছেন অহনা। সেই ছবিগুলির কোনওটিতে লখনউ চিকনের সাদা সালোয়ার কামিজ পরে হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে অহনাকে। কখনও বন্ধুদের সঙ্গে কোনও এক দেওয়ালে আঁকা সত্যজিৎ রায়ের ছবির সামনে সাদা চেয়ারে বসে ছবি তুলেছেন। আবার কালীঘাটে পুজো দেওয়ার মুহূর্ত থেকেও বেশকিছু ছবি পোস্ট করেছেন অহনা। একটা শাঁখও কিনেছেন। আবার কখনও কোনও এক দোকানে ঢুকে কেনাকাটা করতে দেখা গিয়েছে বলি অভিনেত্রীকে। তুলেছেন কলকাতার বিখ্যাত হাতে টানা রিক্সা ও রিক্সাচালকের ছবি।
স্টুডিওতে অহনা কুমরাকে অভিনেতা চন্দন রায় সান্যালের সঙ্গে দেখা গিয়েছে যিনি কিনা অনিরুদ্ধ রায় চৌধুরীর চলচ্চিত্র ‘ডিয়ার মা’-তে অভিনয় করছেন। কলকাতায় এসে অহনা কুমরা অনিরুদ্ধ রায় চৌধুরী, চন্দন রায় সান্যাল সহ অন্যন্যদের সঙ্গে দুপুরের মধ্যাহ্নভোজ সারেন। মেনুতে ছিল ভাত, ডাল, করলা দিয়ে সেদ্ধ আলু, রোহু মাছ এবং সন্দেশ।
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে 'লিপস্টিক আন্ডার মাই বুরখা', ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ‘সালাম ভেঙ্কি’, মতো ছবিত অভিনয় করেছেন অহনা কুমরা। অহনা অমিতাভ বচ্চনের সঙ্গে টেলিভিশন সিরিজ ‘যুধে’-তে অভিনয় করে অভিনয় দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন।
অহনার জন্ম লখনউতে, উত্তরপ্রদেশের সেই শহরেই তাঁর বেড়ে ওঠা। ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর, পরে থিয়েটারে যোগ দেন।