By Priyanka Bose
Published 9 Jun, 2023

Hindustan Times
Bangla

রোদের আলপনা চিকন ত্বকে, 'সোনালী মূহূর্তে' জাহ্নবী যেন অপ্সরা

কাজের ফাঁকে অবসর মিলতেই ঘুরে বেড়ানোটা যেন একটা নেশার মতো অভিনেত্রী জাহ্নবী কাপুরের কাছে

ঘুরে বেড়াতে দারুণ ভালোবাসেন জাহ্নবী

কোনও এক ঝিলের ধারে সূর্যাস্তকে উপভোগ করছেন বলি অভিনেত্রী

নেটমাধ্যমের পাতায় 'সোনালি মুহূর্ত' লিখে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন

ছবিতে বিনা মেকআপ লুকে বেশ অন্যরকম দেখাচ্ছে অভিনেত্রীকে

ঝিলের ধারে সূর্যাস্তের এই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী

কালো ডিপ নেক পোশাকে জাহ্নবীকে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা

বলিউড ডিভার ছবি হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়