ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং বিজেপি সংসদ রবি কিষণ আজ কারোর পরিচয়ের মুখাপেক্ষী নন। রবি বলিউডে অনেক ছবিতেও তাঁর দুর্দান্ত অভিনয়ের জাদু দেখিয়েছেন। সম্প্রতি রবি কিষাণকে সেরা অভিনেতার পুরস্কারে সম্মানিত করা হয়েছে। রবি কিষণ ৩৩ বছর পর ফ্লিমফেয়ারে পুরস্কার পেয়েছেন। এই ঘটনায় রবিকে বেশ খুশি দেখাচ্ছিল।
রবিকে তাঁর লাপাতা লেডিস ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেতার সম্মান দেওয়া হয়েছে। এরই মধ্যে রবি কিষণের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে তাঁর স্ত্রী অভিনেতার সঙ্গে এমন কিছু করেছেন যা দেখে তিনি নিজেও অবাক হয়ে গিয়েছেন।
আরও পড়ুন: '৪টি ছবি দেখে আমার উপলব্ধি...', দেব না আবির, কাকে বেশি নম্বর দিলেন কৌশিক?
আরও পড়ুন: 'বাপ ঠাকুরদার ভিটে বেচেই তো ...', হঠাৎ কাদের ওপর রেগে গেলেন মধুবনী?
আসলে, রবি কিষাণ এবং তাঁর স্ত্রীর একটি ভিডিও ইন্টারনেটে বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে রবিকে তাঁর স্ত্রীর সঙ্গে স্টেজে পাপারাজ্জিদের জন্য পোজ দিতে দেখা যাচ্ছে। সেই সময় পাপারাজ্জিরা রবিকে তাঁর স্ত্রীর সঙ্গে আরও কাছাকাছি এসে পোজ দিতে বলেন। অভিনেতাও দেরি না করে স্ত্রীর হাত থেকে মোবাইল নিয়ে অন্য কারো হাতে দিয়ে দেন, যাতে তিনি স্ত্রীর হাত ধরে ভালোভাবে পোজ দিতে পারেন। রবি যেই তাঁর স্ত্রীর হাত ধরেন, তিনি সঙ্গে সঙ্গে হাতটি ঝেড়ে ফেলেন। অভিনেতার স্ত্রীর এই আচরণ ক্যামেরায় ধরা পড়ে।
তাঁদের লুকের কথা বললে, এই সময় দম্পতিকে অল-ব্ল্যাক লুকে দেখা যাচ্ছিল। রবি কিষাণের এই ভিডিওটি ইন্টারনেটে বেশ ভাইরাল হচ্ছে। এতে ব্যবহারকারীরা প্রচুর মন্তব্য করছেন। অনেক ব্যবহারকারী স্ত্রীর এই আচরণের জন্য তাঁর নিন্দাও করেছেন।
আরও পড়ুন: হইচইতে একের পর এক রহস্য ভেদ, ‘ইন্দু’-র পর এবার আসছে ‘কালরাত্রি’-র নতুন সিজন
আরও পড়ুন: পরিবারের সঙ্গে বিদেশ সফর দেবের, ‘রঘু ডাকাত’ পেতে চলেছে আন্তর্জাতিক তকমা
জানিয়ে রাখি, সাংসদ এবং চলচ্চিত্র অভিনেতা রবি কিষাণ শুক্লাকে শনিবার গুজরাটে আয়োজিত ফ্লিম ফেয়ারে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাপাতা লেডিস-এর জন্য সেরা সহ-অভিনেতার সম্মান দেওয়া হয়েছে। পুরস্কার নেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন রবি কিষণ এবং তাঁর চোখ দিয়ে জলও বেরিয়ে আসে। তিনি তাঁর স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ জানান। পাশাপাশি, সাফল্যের কৃতিত্বও তাঁদের দেন।