বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ‘বহিরাগত’ হয়েও বলিউডে নিজস্ব পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছে। এমনকী, ফিরে তাকালে দেখা যাবে বেশিরভাগ ছবিই রয়েছে হিটের তালিকায়। সম্প্রতি মুক্তি পেয়েছে কার্তিকের হরর কমেডি ছবি 'ভুল ভুলাইয়া ৩'। আনিস বাজমি পরিচালিত সিনেমাখানা দিওয়ালি উপলক্ষে মুক্তি পায় বক্স অফিসে। ছবিতে রুহ বাবার চরিত্র দিয়ে আবারও দর্শকদের মন জয় করেছেন কার্তিক। তবে এবারে নিঃসন্দেহে তাঁর বড় লড়াই ছিল, কারণ বিপরীতে ছিল ‘সিংঘম’ অজয় দেবগন। রোহিতের ক্রপ ড্রামা-র যে কতটা চাহিদা থাকে, তা আগে দেখেছে দর্শক। তাই আগে থেকেই জানা ছিল, এবারের লড়াইটা অন্তত খুব একটা সহজ হবে না।
বক্স অফিসে ভুল ভুলাইয়া ও সিংঘম এগেইনের সংঘাত:
আপাতত ভুল ভুলাইয়া আর সিংঘম এগেইন মুক্তির পর কেটে গিয়েছে ১৩ দিন। চলুন একনজরে দেখে নেওয়া যাক বক্স অফিসে কোন জায়গায় দাঁড়িয়ে এই দুটি-
স্যাকনিল্কের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, 'ভুল ভুলাইয়া ৩' বুধবার ৩.৮৫ কোটি টাকা সংগ্রহ করেছে। যা এই ছবির সর্বনিম্ন সংগ্রহ। ছবিটির মোট সংগ্রহ এখন ২১২.১০ কোটি টাকায় পৌঁছেছে। অন্য দিকে 'সিংহাম এগেইন' বুধবার সংগ্রহ করেছে ৩ কোটি ১৫ লাখ টাকা। ছবির মোট কালেকশন বেড়ে হয়েছে ২১৭.৬৫ কোটি।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার রাস্তায় কফির কাপ হাতে ফ্রেমবন্দি বিরাট-অনুষ্কা! সঙ্গে থাকা ভামিকার মুখও কি দেখা গেল
বলিউডে কার্তিকের জার্নি:
শুধু নিজের সুপুরুষ চেহারা নয়, কার্তিকের অভিনয়, ডায়লগ ডেলিভারিও বেশ পছন্দ করেন দর্শকরা। সোনু কে টিটু কি সুইটি (২০১৮), পতি পত্নী অউর ওহ (২০১৯), এবং লুকা ছুপি (২০১৯) এর মতো রোমান্টিক-কমেডি ঘরনার সিনেমাগুলি তাঁকে বলিউডে জায়গা তৈরিতে সহায়তা করেছে। যদিও এখনও পর্যন্ত অ্যাকশন ছবিতে দেখা মেলেনি তাঁর। অনেকেই দাবি করেন আজকাল, টাইপকাস্ট করা হচ্ছে কার্তিককে।
সম্প্রতি বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ কার্তিককে নিয়ে টুইট করেন, ‘এটি একটি দুর্দান্ত ব্যাপার যে কার্তিকের ছবিটি ২০০ কোটির মাইলফলক ছুঁয়েছে, এবং এটি তার প্রথম সিনেমা যা মুক্তির মাত্র নয় দিনের মধ্যে এই মাইলফলকে পৌঁছেছে। এর আগে ১০০ কোটির কয়েকটি হিট ছবি করলেও এবারই প্রথম ২০০-এর মাইলফলক অতিক্রম করলেন তিনি।’
আরও পড়ুন: সৎ বাবার মৃত্যুর পর কাজে ফেরা, মানসিক স্বাস্থ্য নিয়ে কী বার্তা দিলেন মালাইকা?
খবর সিংঘম এগেইন জলদিই আসছে ওটিটি-তে:
রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পঞ্চম কিস্তিটিতে ছিল তারকাদের মেলা। ছিলেন অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, করিনা কাপুর খান , দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর এবং জ্যাকি-শ্রফ সহ একটি দুর্দান্ত স্টারকাস্ট। তবে সেভাবে কামাল দেখাতে পারেনি, যতটা আশা রাখা হয়েছিল। খবর রয়েছে, অ্যামাজন প্রাইমে আসতে পারে এটি। ২০২৪-এর ডিসেম্বরে আসবে তা।