বাংলা নিউজ > বায়োস্কোপ > Raju Srivastava: 'এ বার ঈশ্বরকে হাসাবেন রাজু', কৌতুকশিল্পীর অকাল মৃত্যুতে শোকবিহ্বল বলিউড

Raju Srivastava: 'এ বার ঈশ্বরকে হাসাবেন রাজু', কৌতুকশিল্পীর অকাল মৃত্যুতে শোকবিহ্বল বলিউড

রাজুর চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মীরা।

কৌতুকশিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ। দেখে নেওয়া যাক কে কী বললেন।

থেমে গেল লড়াই। দীর্ঘ দিন হাসপালাতে লড়াই চালানোর পর বুধবার সকালে প্রয়াত হলেন রাজু শ্রীবাস্তব। কৌতুকশিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ। দেখে নেওয়া যাক কে কী বললেন—

বিবেক রঞ্জন অগ্নিহোত্রী

আমার কাছের বা চেনাশোনা এমন কোনও মানুষ নেই যাঁকে রাজু হাসাননি। খুব তাড়াতাড়ি আপনি চলে গেলেন রাজু ভাই। এই লেখার সঙ্গে একটি ভিডিয়োও দিয়েছেন 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক। তিনি বলেছেন, 'দুঃখপ্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ ভারতের স্ট্যান্ড আপ কমেডিকে রাজু একাই অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। উনি সত্যিই একজন কিংবদন্তি ছিলেন। আরও অনেক হাসানো বাকি ছিল ওঁর। স্বর্গে গিয়ে আপনি দেবতাদের হাসাবেন। ওঁর পরিবারের জন্য আমার সমবেদনা রইল।'

প্রসূন জোশী

গীতিকার এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র চেয়ারপার্সন প্রসূন জোশীও রাজুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। টুইটে তিনি লিখেছেন, 'রাজুর অকাল প্রয়াণের খবর শুনে খুবই ব্যথিত। উনি আমার ভালো বন্ধু ছিলেন। এমন প্রতিভাবান, দূরদর্শী মানুষ খুব কম দেখা যায়। শিল্পের জগতের অপূরণীয় ক্ষতি।'

বিপুল গোয়েল

সহকর্মীকে হারিয়ে মন খারাপ কৌতুকাভিনেতা বিপুল গোয়েলের। রাজুর সঙ্গে একটি ছবি দিয়ে টুইটারে তিনি লিখেছেন, 'সেই সন্ধেটা সারা জীবন মনে রাখব। আমাদের মাতিয়ে রাখার জন্য ধন্যবাদ। আপনি এই প্রজন্মের কৌতুক শিল্পীদের অনুপ্রেরণা জুগিয়েছেন। তার জন্য কৃতজ্ঞ থাকব।'

নিজস্ব ঢঙে কৌতুক পরিবেশন করার কারণে রাজু শ্রীবাস্তব জনপ্রিয় হয়েছিলেন দেশের সাধারণ মানুষের মধ্যে। টেলিভিশনের জনপ্রিয় একটি কমেডি শো থেকে তাঁর যাত্রা শুরু। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ছোট পর্দায় 'বিগ বস','কমেডি সার্কাস', 'দ্য কপিল শর্মা শো'-এর মতো অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। আবার বড় পর্দাতেও 'বাজিগর', 'ম্যায়নে প্যায়ার কিয়া', 'বম্বে টু গোয়া'র মতো ছবিতে কাজ করেছেন তিনি।

বন্ধ করুন