আজ ৩ নভেম্বর, রবিবার উদযাপন করা হচ্ছে ভাইফোঁটা। গোটা দেশেই ভাই-বোনের এই বন্ধন উদযাপিত হয়। তবে বাংলাতে যেমন এই উৎসব ‘ভাইফোঁটা’ নামে পরিচিত, তেমনই রাজ্যের বাইরে এই উদযাপন পরিচিত 'ভাই দুজ' নামে। ‘ভাইফোঁটা’ -'ভাই দুজ'-এর রীতিনীতি রাজ্যের ভিত্তিতে অল্পবিস্তর আলাদা হলেও মূল উদযাপন, উদ্দেশ্য কিন্তু একটাই।
তাই শুধু টলিপাড়াতে নয়, বলিপাড়ার সেলেবরাও 'ভাই দুজ' উদযাপন করেছেন। কঙ্গনা রানাওয়াত এই সেলিব্রেশনের ছবি দিয়ে লিখেছেন, ‘আপনারা কি জানেন ভাই দুজ কী? এই উৎসবের মাধ্যমে বোনেরা ভাইদের মর্যাদা, গৌরব সহ সামগ্রিক মঙ্গলকামলার দায়িত্ব নেন, শপথ নেন।’ কঙ্গনার মতোই নিজের ইনস্টাস্টোরিতে দুই ভাই শিবাং ও সহজের ছবি দিয়ে তাঁদেরকে ভাই দুজ-এর শুভেচ্ছা জানিয়েছেন। ভাই রণবীরকেও ভাই দুজ-এর শুভেচ্ছা জানিয়েছেন দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি।
ভাই দুজ সেলিব্রেট করেছেন ড্রিম গার্ল হেমা মালিনীও। সেই ছবি পোস্ট করে হেমা লিখেছেন, ‘আজ ভাই দুজ। আমি চেন্নাইতে এটার উদযাপন করলাম কাছে আমার ভাই কান্নানের সঙ্গে। এত বছর ধরে আমার নিয়মিত সঙ্গী এবং আমার সমস্ত ব্যালে প্রোডাকশনের গুরুত্বপূর্ণ অংশ, আমার প্রিয় ভাই এবং ভগ্নিপতি প্রভার সঙ্গে এই উৎসব উদযাপন করলাম।’
কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলেকেও এই উৎসব উদযাপন করতে দেখা যায় বিজেপি নেতা আশীস শেলারের সঙ্গে। ভাই ফোঁটা উদযাপন হয় মুম্বইয়ের মুখার্জি পরিবারেও।
এদিন শিল্পা শেট্টির দুই ছেলেমেয়ে ভিয়ান ও সামিশাকেও ভাই দুজ সেলিব্রেট করতে দেখা যায়। দুই ছেলেমেয়ের সেই সুন্দুর মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন শিল্পা নিজেই। ভাই দুজ সেলিব্রেট করতে দেখা যায় কার্তিক আরিয়ান ও তাঁর দিদি কৃতিকাকে। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা নিজেই। ভাই মিশেলকে ভাই দুজের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করতে দেখা গিয়েছে কিয়ারা আডবানিকেও।
একইভাবে সারা আলি খান-ইব্রাহিম আলি খান, অভিষেক ও শ্বেতা বচ্চন, জাহ্নবী ও অর্জুন কাপুরদেরও ভাই দুজ পালন করতে দেখা যায়।