Bollywood celebrities who embraced parenthood in 2022: চলতি বছরে একাধিক বলি তারকা বাবা বা মা হয়েছেন। কারা তাঁরা? আসুন বছর শেষ হওয়ার আগে তালিক দেখে নেওয়া যাক নতুন বাবা মায়েদের।
1/9২০২২ সালে একাধিক বলি তারকার বাড়িতে নতুন সদস্য এসেছেন। সোনম কাপুর থেকে আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া সহ অনেকেই এই বছর বাবা মা হয়েছেন। এঁদের মধ্যে অনেকেই তাঁদের সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। নামও প্রকাশ্যে এসেছে সেই শিশুদের। কারা কারা এই বছর বাবা বা মা হলেন দেখুন।
2/9দুর্দান্ত ফটোশ্যুটের মাধ্যমে সন্তান আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। তাঁদেরও কন্যা সন্তান হয়েছে। এবং মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার।
3/9সোনম কাপুর এবং আনন্দ আহুজাও এই বছর মা বাবা হয়েছেন। তাঁদের ঘরেও পুত্র সন্তান জন্মেছে। ২০ অগস্ট জন্ম হয়েছে শিশুটির। তার নাম বায়ু কাপুর আহুজা।
4/9‘জানে তু ইয়া জানে না’ ছবির অভিনেতা আয়াজ খান এবং তাঁর স্ত্রী জান্নাত খান সন্তান আসার সুখবর গত সেপ্টেম্বর মাসে সকলের সঙ্গে ভাগ করে নেন। শিশুটির নাম তাঁরা রেখেছেন দুয়া হুসেন খান।
5/9কাজল আগরওয়াল এবং তাঁর স্বামী গৌতম কিচলুরও একটি ছেলে হয়েছে এই বছরের এপ্রিলে। তাঁর নাম নীল।
6/9চলতি বছরের এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছিলেন আলিয়া ভাট এবং রণবীর সিং। এই নভেম্বরে তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়। এই বলি তারকা তাঁদের মেয়ের নাম রেখেছেন রাহা।
7/9দেবিনা বন্দোপাধ্যায় এবং গুরমিত চৌধুরী তাঁদের দুই সন্তানকেই এই বছরেই পেয়েছেন। তাঁদের প্রথম সন্তান এপ্রিল মাসে জন্ম নেয়। এর আট মাসের মধ্যেই তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তাঁদের দ্বিতীয় সন্তান ১১ নভেম্বর জন্মগ্রহণ করেছেন।
8/9বিয়ের চার বছর পর প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের পরিবারে নতুন সদস্য এল। সারোগেসির মাধ্যমে এই বছরের জানুয়ারি মাসে তাঁদের কন্যার জন্ম হয়। তাঁরা তাঁদের সন্তানের নাম রেখেছেন মালতি মারি চোপড়া জোনাস। এই দুই তারকা তাঁদের দুজনের মায়ের নাম মিলিয়ে মেয়ের নাম রেখেছেন।
9/9হেজেল কিচ এবং যুবরাজ সিংয়ের সংসারেও এই বছর নতুন সদস্য এসেছে। তাঁরা ২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন। এরপর ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান হয়। তাঁদের ছেলে হয়েছে।