বাংলা নিউজ > বায়োস্কোপ > Bollywood Celebs: স্কুলের গ্রুপ ছবির মেয়েটি বলিউডের বিখ্যাত নায়িকা, সঙ্গে ২ বড় তারকাও আছেন

Bollywood Celebs: স্কুলের গ্রুপ ছবির মেয়েটি বলিউডের বিখ্যাত নায়িকা, সঙ্গে ২ বড় তারকাও আছেন

বলিউড সেলেবদের স্কুলের গ্রুপ ছবি

Bollywood Celebs School Group Photo: ১৯৮৪ সালের এই ছবিটি মুম্বইয়ের মানেকজি কুপার এডুকেশন ট্রাস্ট স্কুলের। ছবিতে অনেক শিশুই রয়েছে। তবে যে পাঁচ শিশু এখানে চিহ্নিত, তাঁর বলিউডে নিজেদের পরিচিত গড়ে তুলেছেন। মেয়েটিকে চিনতে পারছেন?

বলিউডে এমন অনেক তারকা রয়েছেন, যাদের সাফল্য দেখে বড় বড় তারকারা বিস্মিত হয়েছেন। এমনই একজন বলিউড অভিনেত্রী ছিলেন, যিনি খুব অল্প বয়সেই পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন। আজও তিনি তার সৌন্দর্য এবং অভিনয়ের জন্য বিখ্যাত। একই সঙ্গে অভিনেত্রীর মৃত্যুও এখনও পর্যন্ত রহস্যই রয়ে গিয়েছে।

এই অভিনেত্রী বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে মাধুরী দীক্ষিত থেকে শ্রীদেবীর মতো অভিনেত্রীরা তাঁর সাফল্য দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। এই স্কুল গ্রুপ ছবি (বলিউড সেলেবস স্কুল গ্রুপ ছবি) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেই অভিনেত্রীও এই ছবিতে রয়েছেন। কার কথা বলছি বোঝা যাচ্ছে?

এই গ্রুপ ছবিতে থাকা মেয়েটি আর কেউ নয়, বলিউডের নামী অভিনেত্রী দিব্যা ভারতী। দিব্যা ভারতী খুব অল্প বয়সেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন। একই সঙ্গে অল্প বয়সে এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন। দিব্যা ভারতীর মৃত্যুর খবরে গোটা ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ হয়ে পড়েছিল। তবে এই ছবির বিশেষত্ব এখানেই শেষ নয়, কারণ ছবিতে উপস্থিত রয়েছেন আরও দুই বলিউড তারকা।

আরও পড়ুন: মেট গালার আগে মেয়ে মালতীর সঙ্গে সময় কাটাচ্ছেন নিয়াঙ্কা, বিটিএস ছবি ভাইরাল

১৯৮৪ সালের এই ছবিটি মুম্বইয়ের মানেকজি কুপার এডুকেশন ট্রাস্ট স্কুলের। ছবিতে অনেক শিশুই রয়েছে। তবে যে পাঁচ শিশু এখানে চিহ্নিত, তাঁর বলিউডে নিজেদের পরিচিত গড়ে তুলেছেন। এদের মধ্যে একজন শিশু রাজু অর্থাৎ 'থ্রি ইডিয়টস'-এর শরমন জোশি। এছাড়াও ফারহান আখতার, রিতেশ সিধওয়ানি এবং ফিল্ম এডিটর আনন্দ সুবায়াকেও ছবিতে দেখা যাচ্ছে দিব্যা ভারতীর সঙ্গে।

এই তিন বলিউড তারকা দিব্যা ভারতী, শারমান জোশি এবং ফারহান আখতার একই ক্লাসে পড়তেন এবং তিনজনের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল। ১৯৭৪ সালের ২৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে জন্মগ্রহণ করেন দিব্যা ভারতী। মাত্র ১৪ বছর বয়সে বলিউডে পা রাখেন তিনি। ১৬ বছর বয়সে তেলুগু ছবি 'ববিলি রাজা' দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

কিশোরী বয়স থেকে বলিউডে অভিনয় শুরু। মাত্র কয়েক বছরের কেরিয়ারে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন অভিনেত্রী দিব্যা ভারতী। ১৯৯১ সালে ‘বিশ্বাত্মা’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন দিব্যা ভারতী। তাঁর অন্যতম হিট গান ‘সাত সামুন্দার পার’। ১৯৯২ সালে ‘শোলে অউর শাবনাম’ ছবিতে গোবিন্দার সঙ্গে অভিনয় করেছেন তিনি। ঋষি কাপুর এবং শাহরুখ খানের সঙ্গে ‘দিওয়ানা’ ছবিতে অভিনয় করেছেন। ১৯৯৩ সালে মৃত্যুর আগে দিব্যা ভারতীর শেষ মুক্তি ছবি ‘ক্ষত্রিয়’। ১৯৯৩ সালে দিব্যার মৃত্যুর পর ‘রং’ এবং ‘শতরঞ্জ’ ছবি মুক্তি পেয়েছিল নায়িকার।

বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের! তবে এখনই হাতে আসবে না, কবে মিলবে বেশি টাকা? শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.