প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতীয় রাজনীতির অন্যতম স্তম্ভ প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে টুইট বার্তা জারি করেছেন একাধিক বলিউড তারকা। সোমবার বিকেলে দিল্লির আরআর সেনা হাসপাতালে মৃত্যু হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। বয়স হয়েছিল ৮৪ বছর। গত কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, সোমবার থেমে থেকে প্রণববাবুর সেই লড়াই।
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু ভারতীয় রাজনীতির আঙিনায় এক অপূরণীয় ক্ষতি, তাঁর মৃত্যুর সঙ্গেই ভারতীয় রাজনীতির একটা যুগের অবসান ঘটল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউড তারকারা। অক্ষয় কুমার, অজয় দেবগণের মতো বি-টাউনের সিনিয়র সদস্যদের পাশাপাশি বরুণ ধওয়ান, শ্রদ্ধা কাপুরের মতো নিউ এজ তারকারাও টুইটারে শোকপ্রকাশ করেন এই মহান রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে।
মঙ্গলবার শেষকৃত্য হবে প্রণববাবুর। করোনা পজিটিভ ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি, তাই সবরকম প্রোটোকল মেনেই হবে অন্ত্যেষ্টি। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।