স্থান পাকিস্তান। বলিউড তারকাদের স্টাইলে ধরা দিলেন 'লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস'-এর ছাত্রছাত্রীরা। কেউ সাজলেন শাহরুখ, তো কেউ সাজলেন সলমন, কেউ আবার হলেন আলিয়া কিংবা সুস্মিতা। শুধু সাজাই নয়, নকলও করলেন তাঁদের। নাহ, গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতা নয়, পাকিস্তানের 'লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস'-এ উদযাপিত হল বলিউড ডে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।
ভিডিয়োটি আসলে পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস'-এ আয়োজিত ছাত্রছাত্রীদের বিদায়ী অনুষ্ঠানের ভিডিয়ো। যেখানে সবুজ শাড়ি পরা এবং ম্যায় হুঁ না-এর সুস্মিতা সেনের চাঁদনি চোপড়ার অনুকরণে এক ছাত্রী নকল করে বলেছেন, ‘তুমি কি আমার জন্য গান গাইলে?’ কেউ আবার, পুলিশের পোশাক পরে ২০১০-এ মুক্তি পাওয়া সলমন খানের ‘দাবাং’ ছবির চুলবুল পাণ্ডেকে নকল করেছেন। এখানেই শেষ নয়, কোনও ছাত্র আবার 'মহব্বতে' ছবির রাজ মালহোত্রা অর্থাৎ শাহরুখ খান-কে নকল করেছেন। কেউ নকল করেছেন বাজিরাও সিংহম ফ্র্যাঞ্চাইজির অজয় দেবগনের আইকনিক পুলিশ চরিত্রকে। এক ছাত্রী ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির শানায়া সিংহানিয়া ওরফে আলিয়াকে নকল করায় ছাত্ররা কুপোকাত হয়ে যান। কেউ আবার হয়েছেন 'বরফি' ছবির প্রিয়াঙ্কা চোপড়া। চমক আরও অনেক আছে…
যদিও পাকিস্তানের ইনস্টিটিউটে ‘বলিউড ডে’ পালন নিয়ে ভিডিয়ো শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন এক পাক নেটিজেন। লিখেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের শিক্ষা সংস্কৃতিকে উদযাপন করা উচিত। অথচ LUMS-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের পাক সংস্কৃতির বিরুদ্ধে যাওয়ার শিক্ষা দিচ্ছে। হ্যালোইন হোক বা বলিউড ডে, এসব পালনের উদ্দেশ্য কী?’
তবে অপর এক নেট নাগরিক এমন মন্তব্য়ের প্রতিবাদ জানিয়ে লিখেছেন, আপনি যে কোনও প্রতিষ্ঠান বা সংস্থাকে ঘৃণা করতে পারেন তাঁর শিক্ষাগত মান, স্বাস্থ্যনীতি সহ যুক্তিসঙ্গত বিষয়ের ভিত্তিতে। এটা দুঃখজনক যে একজন ছাত্র ও ঐতিহ্যের সঙ্গে বলিউডের কোনও সম্পর্ক নেই, যেটা নিয়ে আপনি এত উদ্বেগ প্রকাশ করছেন।