সুপরিচিত বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী আরজি কর হাসপাতালের ডাক্তারের ধর্ষণ ও খুনের প্রতিবাদ জানাতে মঙ্গলবার পা রাখলেন কলকাতায়। মৃত চিকিৎসকের সমর্থনে কলকাতায় সমাবেশ করবেন তিনি বুধবারে। যাতে সকলকে যোগ দিয়ে প্রতিবাদ সমর্থনের ডাক দিলেন তিনি।
নিজের এক্স (আগের টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করে বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, 'হ্যালো, কলকাতা! আগামীকাল, আমি একজন কর্তব্যরত ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে যোগ দেব। আমি সকল নাগরিককে নারীর নিরাপত্তা এবং জীবনের অধিকারের দাবিতে আমার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
নির্যাতিতার বিচারের দাবিতে ২১ আগস্ট কলকাতায় আবারও রাস্তায় নামবে মানুষ। এই সমাবেশ অনেক বড় হতে চলেছে বলে আশা করা যাচ্ছে, যাতে হাজার হাজার মানুষের সমাগম হবে। বিবেক নিজেও এই প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন। পরিচালক জানিয়েছেন, ২১ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে কলকাতার মৌলালী থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হবে।
নিজের ভিডিয়ো বার্তায় তিনি আরও বলেন, ‘কলকাতার তরুণী চিকিৎসকের সঙ্গে যা হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। নাগরিক হিসেবে আমরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি এবং আওয়াজ তুলতে পারি।’
‘সবেমাত্র কলকাতায় পৌঁছেছি। আগামীকাল ২১ আগস্ট প্রতিবাদ সমাবেশে অংশ নেব। আমি রাজ্য সরকারের (পশ্চিমবঙ্গ) ব্যর্থতার বিরুদ্ধে সমাবেশে অংশ নেব। আগামীকালের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। কারণ আপনি যতই আওয়াজ তুলুন না কেন, তা কম।’, বলেন বিবেক।
মমতা ও বিবেকের মধ্যে দ্বন্দ্ব:
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল মমতা আর বিবেক অগ্নিহোত্রীর ভিতরে। এই ছবি বাংলায় নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মমতা। আর তখন কাশ্মীর ফাইলস প্রসঙ্গও টানেন, যার পরিচালক বিবেক খোদ। বিশেষ সম্প্রদায়কে হেনস্থা করার জন্য তৈরি করা হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইল্স’, এমন মন্তব্য করেছিলেন মমতা। আর তারপর সোজা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামে পাঠিয়েছিলেন আইনি নোটিশ।
বিবেক বলেছিলেন, 'আমি বিগত বেশ কয়েকদিন ধরেই চুপ ছিলেন। বড়বড় সাংবাদিক থেকে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী আমার ছবিকে উদ্দেশ্যপ্রণোদিত ছবি বলে আখ্যা দিয়েছেন। কিন্তু অনেক হয়েছে। যাঁরা বলছেন এটা প্রোপাগান্ডা ছবি তাঁরা সামনে এগিয়ে এসেছে প্রমাণ করুন যে এই ছবির কোন শট, কোন ডায়লগ মিথ্যে। যদি সেটা না করতে পারেন আমি তাহলে এবার তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।'
‘মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছবিগুলোকে প্রোপাগান্ডা ছবি বলেছেন। উনি দাবি করেছেন বিজেপি আমায় টাকা দেয় ছবি বানানোর জন্য। এটা সর্বৈব মিথ্যে। আমার নামে মিথ্যে দোষ দেওয়া হচ্ছে। তিনি নিজের পলিটিক্যাল আজেন্ডার কারণে এসব বলছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছি। হয় উনি প্রমাণ করবেন উনি যা বলেছেন সেটা সত্যি নইলে এটা ভুল উদ্দেশ্য নিয়ে আমার মানহানি করা হয়েছে বলে মনে করব।’, আরও বলেছিলেন বিবেক।