সম্প্রতি ‘পাঠান ’ গানের ঝুমে জো পাঠান, গানে পারফর্মেন্স করতে দেখা গেল শাহরুখ খানকে। গত বৃহস্পতিবার দিল্লির একটি অনুষ্ঠানে এই পারফরমেন্স দিয়েছিলেন তিনি। শাহরুখের সেই চিরাচরিত স্টাইল আরও একবার ধরা পড়ল নাচের মাধ্যমে। তবে অনেকেই শাহরুখ খানের সঙ্গে অনিল কাপুরের ভীষণ মিল পেয়েছেন।
যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি কালো রঙের ব্লেজার পরে রয়েছেন কিং খান, সঙ্গে মানানসই কালো বুট, হাতে ঘড়ি এবং ব্রেসলেট। চোখে কালো চশমা। সব মিলিয়ে এক কথায় অভিনেতাকে দেখতে লাগছিল অসাধারণ।
আরও পড়ুন: ‘পরকীয়া’-চর্চা, অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর ডিভোর্সের ফিসফাস উড়ে গেল এই ১টা ছবিতে, বিশেষ কী আছে এতে?
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতে না হতেই বেশ অন্যরকম কমেন্টে ভরে যায় কমেন্ট বক্স। একজন লেখেন, আপনাকে একেবারে অনিল কাপুরের মতো দেখতে লাগছে। আবার একজন লিখেছেন, ঠিক বলেছেন, আমারও তাই মনে হচ্ছে। তৃতীয় জন লিখেছেন, আমি কিন্তু হঠাৎ করে অনিল কাপুর ভেবেছিলাম, গান শুনে বুঝলাম শাহরুখ খান।
এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন, এই বয়সেও কি সুন্দর। আবার একজন উপহাস করে লিখেছেন, আমি এই বয়সেই হাঁটুর ব্যথায় মরছি, আর আপনারা কি সুন্দর নাচ করছেন। সত্যি অবাক লাগে। আবার একজন ব্যবহারকারী লিখেছেন, সব সময় ভালবাসি আপনাকে।
শাহরুখ খানের সঙ্গে অনিল কাপুরের এই মিল খুঁজে পাওয়ার অন্যতম একটি বড় কারণ হলো দুজনেই ৫০ বছর পেরিয়েছেন অনেক আগেই। পঞ্চাশোর্ধ হয়ে গেলেও এখনও দুজনেই নিজেদের এনার্জি ধরে রেখেছেন ঠিক আগের মতোই। ফিটনেসের দিক থেকে হোক বা লুকের দিক থেকে, দুজনেই সমানতালে এগিয়ে রয়েছেন।
প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন দীপিকা পাডুকোন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় শাহরুখ এবং জন আব্রাহামের অ্যাকশন ছিল অনবদ্য। তবে এই সিনেমার ‘বেশরম রঙ’ গানটি দীপিকার পোশাকের কারণে ভীষণ চর্চিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এটাও ঠিক, সমানতালে গানটি জনপ্রিয়তাও অর্জন করেছিল।
আরও পড়ুন: কালই রটে দেব-রুক্মিণীর ‘ঝগড়া’র কথা! খাদান প্রচারে তারাপীঠে পুজো দিল দেব, সঙ্গী ইধিকা
আরও পড়ুন: প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থা ভারত ছেড়ে চলল বিদেশে, তাহলে কি আর দেশে ফেরা হবে না?
শাহরুখ খান এবং অনিল কাপুর দুজনেই বলিউডের নামী দুই তারকা হলেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ তাঁদের খুব একটা হয়নি। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ত্রিমূর্তি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন এই দুই তারকা। এই সিনেমায় অনিল এবং শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ। তবে দীর্ঘ ৩০ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এই দুই তারকা একসঙ্গে বড় পর্দায় অভিনয় করেননি।