নাম অনন্যা পাণ্ডে, বলিপাড়ার এই স্টারকিড এই মুহূর্তে অভিনেত্রী হিসাবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। তবে ২০২৪-এ ফুলঝুরি-র প্যাকেটে অনন্য়ার মুখ দেখে অবাক হয়েছিলেন অনেকেই। আর এবার সেই অনন্যাই কিনা এবার বেসনের বিজ্ঞাপনে। হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে বেসনের বিজ্ঞাপনে অনন্যা একা নন, তাঁর সঙ্গে দেখা মিলেছে তাঁর বলিউড গডফাদার করণ জোহরেরও।
হ্য়াঁ, ঠিকই শুনছেন, অনন্যা আর করণের বেসনের বিজ্ঞাপনই এখন টক অফ দ্যা টাউন। তবে সে তো নাহয় হল। তবে একথা জেনে আরও অবাক হবেন যে করণ জোহর কিনা এই বেসনের বিজ্ঞাপন করেছেন ‘অলমোস্ট গডস’-ব্র্যান্ডের এর জ্যাকেট পরে। দিল্লির নামী এই ফ্যাশান ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন আলিয়া ভাট, দিলজিৎ দোসাঞ্জ ও বীর দাসের মতো সেলেবরা। এবার সেই ব্র্যান্ডে জ্যাকেট পরেই কিনা বেসনের বিজ্ঞাপন করলেন করণ।
তবে এখানেই শেষ নয়, শুনলে আরও অবাক হবেন, অনন্যা এই বিজ্ঞাপন করেছেন অ্যাবটসফোর্ড-এর মিনি ড্রেস পরে যেটির দাম কিনা ৩৩ হাজার টাকা বলে জানা যায়। কিন্তু কী আছে সেই বিজ্ঞাপনে?
দেখা যাচ্ছে কোনও একটা প্রোজেক্টের জন্য অনন্যাকে ডিরেকশন দিচ্ছিলেন করণ। শট শেষ হতেই অনন্যাকে ওয়েলডান জানিয়ে করণ সকলের জন্য পকোড়া আনতে বলেন। শুনে অনন্যা বলেন, বৃষ্টি ছাড়া পকোড়া খাওয়া যায়! ওমনি শ্যুটিংয়ের কলাকুশলীরা কৃত্রিম বৃষ্টি তৈরি করেন। আর গরম গরম পকোড়া এসে হাজির। এরপরই পকোড়া খেতে খেতে মুগ্ধ হয়ে যান অনন্যাষ করণ বলেন, ‘রাজধানী বেসন, স্বাদের জন্য যেকোনও কিছু করতে পারে!’
তবে করণ- অনন্যাকে দামি পোশাক ব্র্যান্ডের ড্রেস পরে বেসনের বিজ্ঞাপন করতে দেখে না হেসে থাকতে পারেনি নেটপাড়া। উঠে এসেছে নানান মন্তব্য। ভিডিয়োটি দেখুন এই লিঙ্কে ক্লিক করে….
কমেন্টে একজন মজা করে লিখেছেন, ‘ভাড়া বাকি আছে ভাই তাই করণ আজকাল বেসন বেচছেন।’ কারোর কথায়, ‘করণ আজকাল বেসনের বিজ্ঞাপন করছেন! নিশ্চয়ই খুব কঠিন সময়। যাচ্ছে’। কেউ মশকরা করে লিখেছেন, ‘কেজো অনন্যাকে এটা বিক্রি করতে দেখে কে বাইরে গিয়ে বেসন কিনবেন? যদি বেসন সম্পর্কে সবচেয়ে কম জানেন এমন সমস্ত লোকের একটা তালিকা তৈরি করতেন, তাহলে কেজো ও অনন্যা অবশ্যই শীর্ষ ৫-এ থাকতেন’, কারোর মন্তব্য ‘আমার মনে হয়, দুজনেই নিশ্চয় বেসন কী সেটাই জানেন না। ’ কারোর কটাক্ষ ‘কী বলব,স্ট্রাগলার অনন্যা পাণ্ডে নাকি এখন বিজ্ঞাপনেও নেপোটিজম।' কারোর কথায়, ‘আমার ভীষণভাবে মনে আছে, অনন্যা যিনি কপিলের শোতে এসে কারি পাতাকে পালং শাক বলেছিলেন!’
অনন্যা এবং করণের বেসনের বিজ্ঞাপন সম্পর্কে আপনি কী ভাবছেন?