মুম্বইয়ের আডবানি পরিবারের নিজস্ব বাসভবনে সমস্ত আচার অনুষ্ঠান মেনে বাগদান পর্ব সারলেন রাজ কাপুরের কনিষ্ঠ কন্যা রিমা জৈনের ছেলে আদার জৈন এবং আলেখা আডবানি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নব দম্পতির বাগদান পর্বের বেশ কিছু মুহূর্তের ছবি।
সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, কাপুর পরিবারের অন্যান্য ভাই বোনরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন আলেখাকে। একটি ছবিতে দেখা যায়, করিনা কাপুর খান হাসতে হাসতে নব দম্পতিকে আরতি করছেন।
আরও পড়ুন: বায়োপিক থেকে এবার দূরে থাকবো...’ হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন ‘সর্বজিৎ’ রণদীপ?
আরও পড়ুন: নয়নতারার ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন ধনুশ! তথ্যচিত্র নিয়ে দ্বন্দ্ব গড়াল আদালতে
অন্য একটি ছবিতে করিশমাকে হবু কনের কপালে টিকা লাগাতে দেখা যায়, করিশমার পাশাপাশি রণবীরও টিকা লাগান হবু কনেকে। উপস্থিত ছিলেন করিনা ও করিশ্মার বাবাও। তিনিও আশীর্বাদ করেন নব দম্পতিকে।
ভাই বোনদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত থাকতেও দেখা যায় নবদম্পতিকে। করিনার পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফ আলি খান, অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। অনুষ্ঠানে ভাই-বোনদের সঙ্গে চুটিয়ে আনন্দ করতে দেখা যায় আদারকে।
বাগদান পর্বের এই অনুষ্ঠানের জন্য আদার পরেছিলেন ক্রিম কালারের একটি শার্ট এবং ব্লেজার এবং আলেখা পরেছিলেন ওই একই রংয়ের একটি গাউন।
আরও পড়ুন: সাত পাক ঘুরলেন সারেগামাপা জয়ী অন্বেষা! লাল বেনারসিতে স্বপ্নের সাজ, পাত্রকে চিনুন
আরও পড়ুন: কৌশাম্বির সঙ্গে দূরত্ব বেড়েছে? এবার অবশেষে মুখ খুললেন আদৃত রায়
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে আদার সমুদ্রের ধারে নিজের মনের কথা জানিয়েছিলেন হবু স্ত্রীকে। ছবিগুলি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারও করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার প্রথম ক্রাশ, আমার সেরা বন্ধু এবং এখন আমার চিরকাল।’