খুব সম্প্রতি ৮০ বছরের পদার্পণ করলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। জন্মদিনে কোনও পার্টি নয়, বরং সন্তানদের সঙ্গেই সময় কাটালেন শর্মিলা ঠাকুর। নিজস্ব বাগানবাড়িতে মেয়ে, জামাই, ছেলে, বৌমা, নাতি নাতনিদের সঙ্গে বেশ অনেকটা সময় কাটালেন শর্মিলা।
মায়ের জন্মদিন উপলক্ষে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোহা আলি খান। ক্যাপশনে লিখেছেন, এমন একটা উইকেন্ড আমরা সকলেই চাই। ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে পরিবারের সঙ্গে বেশ অনেকটাই সময় কাটাতে পেরেছেন সোহা, যা সচরাচর কাজের ফাঁকে হয়ে ওঠে না।
আরও পড়ুন: হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে ব্রেকআপ! ফের কম বয়সী পুরুষের প্রেমে ৫১-র মালাইকা, কে তিনি?
সোহা যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, নাতি-নাতনিদের সঙ্গে জন্মদিনের আনন্দে মেতে উঠেছেন শর্মিলা ঠাকুর। কখনও বাগানের চেয়ারে বসে একান্তে মোবাইলের দিকে তাকিয়ে রয়েছেন কখনও আবার একাই বাগানে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী।
তবে শুধু শর্মিলা নন, পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় জামাই কুণালকেও। কখনও সুইমিংপুলে লাফ মারছেন তিনি কখনও আবার সকলের সঙ্গে আড্ডা দিচ্ছেন কুণাল। সব থেকে সুন্দর মুহূর্তটি ছিল যখন শর্মিলা নাতি নাতনিদের সঙ্গে বসে কেক কাটছিলেন। প্রত্যেক মানুষের কাছেই এটা একটি বিশেষ মুহূর্ত।
তবে শুধু চোখের জলে চলবে না, এই ভিডিয়োয় এমন কিছু রয়েছে যা আপনার মুখে হাসি ফুটিয়ে তুলবে। শর্মিলা, করিনা, সইফ, কুণাল ডিনার টেবিলে বসে সবাইকে দেখা গেল একটা অদ্ভুত খেলা খেলতে। নাকে চামচ লাগিয়ে একে অপরকে সকলে চ্যালেঞ্জ করলেন, যার চামচ আগে পড়ে যাবে, সেই আউট। দৃশ্যটি দেখে যেন ছোটবেলার গুলি চামচের কথা মনে পড়ে যাবে সকলের।
ভিডিয়োটি চলাকালীন লাকি আলির গান ‘কিতনি হাসিন জিন্দেগি’ গানটি শোনা যায়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সাথে সাথে মানুষের প্রতিক্রিয়া পাওয়া গেছে। একজন লিখেছেন, সকলে মিলে সময় কাটানোর মজাই আলাদা। আবার একজন লিখেছেন, যে পরিবারের সকলে একসঙ্গে থাকে তাদের কোনও কষ্ট স্পর্শ করতে পারে না।
তবে শর্মিলার জন্মদিনে সকলে উপস্থিত থাকলেও সইফ আলি খানের প্রথম পক্ষের দুই সন্তান ইব্রাহিম এবং সারাকে দেখতে পাওয়া যায়নি এই দিন। তবে এই দিন অনুপস্থিত থাকলেও ঠাকুমার জন্মদিনে আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সারা এবং ইব্রাহিম।