বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রিয়জনকে হারালেন রেমো-বরুণরা, প্রয়াত মেক-আপ আর্টিস্ট মণীশ কারজাওকর

প্রিয়জনকে হারালেন রেমো-বরুণরা, প্রয়াত মেক-আপ আর্টিস্ট মণীশ কারজাওকর

প্রয়াত মণীশ কারজাওকর

এবিসিডি টু, স্ট্রিট ডান্সারের মেক-আপ আর্টিস্ট হিসাবে কাজ করেছেন মণীশ।

একটা ছবি তৈরিতে তাঁর নেপথ্যের শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। তবে মূলত প্রচারের আড়ালেই থেকে যান তাঁরা। চলে গেলেন বলিউডের অন্দরের অন্যতম পরিচিত মুখ, মেক-আপ আর্টিস্ট মণীশ করজাওকর। বুধবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন অভিনেতা বরুণ ধাওয়ান। বরুণের এবিসিডি টু, এবং স্ট্রিট ডান্সারের মেক-আপ শিল্পী ছিলেন তিনি। বরুণ লেখেন,' শান্তিতে থেকো মণীশ দাদা। আমি একদম চমকে গেলাম। এবিসিডি টু বা স্ট্রিট ডান্সারের সেটে তোমাকে যখন দেখছি.. সবসময় হাসিখুশি,প্রাণবন্ত, টিম প্লেয়ার। তোমরাই আমাদের ছবির মেরুদন্ড'।

বরুণের পাশাপাশি মণীশের মৃত্যুতে শোকস্তবব্ধ পরিচালক,কোরিওগ্রাফার রেমো ডিসুজাও।রেমোর দুটি ছবির পাশাপাশি ডান্স প্লাসের মেক-আপের দায়িত্বে ছিলেন মণীশ। রেমো লেখেন, ‘আমার ভাই তোকে খুব মিস করব’।

মণীশের চলে যাওয়ার খবরটা অবিশ্বাস্য ঠেকেছে রাঘব জুয়েলের কাছেও। এই নৃত্যশিল্পী,সঞ্চালক, অভিনেতা ইনস্টাগ্রামে লেখেন-আমি ভেঙে গেলাম…এই দুঃখ কী মেনে নেওয়া যায় যে আমি আমাদের সঙ্গে নেই! 

মণীশের মৃত্যু নিয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য মেলেনি। তবে নিঃসন্দেহে কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ বরুণ ধওয়ান, রেমো ডিসুজা, রাঘব জুয়েলরা। 

বন্ধ করুন