সম্প্রতি জুনায়েদ খান এবং খুশি কাপুর অভিনীত Loveyapa সিনেমার ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন আমির খান। একদিকে যেমন জুনায়েদ এবং খুশি একটি ভালোবাসার গল্পের মাধ্যমে নিজেদের ডেবিউ করলেন তেমন অন্যদিকে বছরের পর বছর রোমান্টিক সিনেমায় অভিনয় করার পর প্রেম নিয়ে খোলামেলা কথা বললেন আমির খান।
ভালোবাসা এবং সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে আমির খান বলেন, আমি ভীষণ রোমান্টিক মানুষ। হয়তো এই কথাটি আপনার ভীষণ বোকা বোকা লাগবে কিন্তু সত্যি আমি কতটা রোমান্টিক তা আপনি আমার দুই স্ত্রীর থেকে জেনে নিতে পারেন। শুধু ব্যক্তিগত জীবনে নয়, আমি রোমান্টিক সিনেমা দেখতে ভীষণ পছন্দ করি।
আরও পড়ুন: রক্তে লেখা চিঠি পেতাম’, কহো না পেয়ার হ্যায় মুক্তির ২৫ বছরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ফাঁস আমিশার
আরও পড়ুন: আমির খান পুত্র জুনেদের সঙ্গে খুশি কাপুরের প্রেমে জটিলতা, সিক্রেট জেনে ফেলায় তুমুল অশান্তি, কী ঘটেছে?
সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আপনি যত বয়স্ক হবেন তত আপনি জীবনকে, আপনার চারিপাশের মানুষকে বুঝতে শিখবেন। আপনি কী কী ভুল করেছেন, আপনার মধ্যে কি ভুল ত্রুটি রয়েছে, সব কিছুই বুঝতে শিখবেন আপনি। আপনি বুঝতে পারবেন আপনার জীবনসঙ্গী সেই হতে পারবে যার সঙ্গে আপনি আপনার সারা জীবন নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারবেন।
নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে আমির বলেন, যখন তুমি বুঝবে তোমার পাশের মানুষটি তোমার জন্য একেবারে ঠিক নয়, তখন সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসবে। তুমি যদি ভাবো সেই মানুষটি তোমার ভালোবাসা পেয়ে পাল্টে যাবে একেবারেই হবে না। একটা মানুষ হঠাৎ করে কখনও রেড ফ্ল্যাগ থেকে গ্রিন ফ্লাগে পরিণত হয়ে যায় না। তোমরা যদি এটা করো তাহলে বলব ভুল করবে।
আরও পড়ুন: দু-বার ডিভোর্সি অপর্ণার সঙ্গে ৩২ বছরের সুখী দাম্পত্য কল্যাণের, কোন জাদুমন্ত্রে? ফাঁস করলেন অভিনেত্রী
আরও পড়ুন: ফের গর্জন! 'যা বলে দে, তোর বাপ এসেছে…', ২২দিন পার করে 'খাদান'-এ কত টাকা এল? কী জানাচ্ছেন দেব?
জীবনসঙ্গী প্রসঙ্গে আমির বলেন, একজন জীবনসঙ্গীর মধ্যে তিনটি জিনিস থাকা ভীষণ প্রয়োজন। ভালোবাসা, যত্ন এবং সম্মান। আপনি যতদিন না আপনার নিজেকেই ভালোবাসতে শিখবেন ততদিন আপনি কাউকে ভালবাসতে পারবেন না। তাই সবার আগে নিজেকে ভালবাসতে শিখতে হবে। যেদিন তুমি নিজেকে মূল্য দিতে শুরু করবে, সেদিন তোমার আশেপাশের মানুষও তোমার সম্মান করবে।