আর কিছু মাস বাদেই আসতে চলেছে ‘হাউসফুল ৫’। আপাতত সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত অক্ষয় কুমার। তবে সিনেমার শুটিং করতে গিয়েই এবার বড়সড় দুর্ঘটনার শিকার হতে হল খিলাড়িকে। দুর্ঘটনার জেরে চোখের আঘাত লেগেছে অভিনেতার।
ঠিক কী হয়েছিল শুটিং ফ্লোরে?
‘হাউস ফুল ৫’ সিনেমায় একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অক্ষয়, কিছু একটা উড়ে এসে পড়ে তাঁর চোখে। তাড়াতাড়ি চিকিৎসককে ডেকে প্রাথমিক চিকিৎসাও করানো হয়। অক্ষয়ের চোখে ব্যান্ডেজ করে দেন চিকিৎসক। নায়ককে পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে এখন। তবে এত কিছুর পরেও শুটিং বন্ধ রাখতে চান না অক্ষয়।
আরও পড়ুন: ‘চেয়েছিলাম ছেলে আমায় মণ্ডপে নিয়ে যাক…’! ২য় বিয়ে নিয়ে বললেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান
সিনেমার একেবারে শেষ পর্যায়ের কিছু শুটিং বাকি তাই কাজ পেলে না রেখে দ্রুত শুটিং ফ্লোরে ফিরতে চাইছেন অক্ষয়। সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে অক্ষয়কে শারীরিক সুস্থতার কথা জিজ্ঞাসা করা হলে তিনি স্বভাবসিদ্ধ রসিকতার ভঙ্গিতে বলেন, এই তো আপনাকে দেখতে পাচ্ছি। অক্ষয়ের কথা শুনে বোঝাই যাচ্ছে, তিনি অনেকটাই ভালো আছেন।
তরুণ মানসুখানি পরিচালিত এই সিনেমাটি ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে সিনেমাহলে। সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করবেন অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পটেকার, চাঙ্কি পান্ডে সহ আরও অনেকে।
আরও পড়ুন: ‘যেমন আদরের পরে সিগারেট পায়…’! কালীঘাট-কাণ্ডে বিরসা লিখলেন, ‘চুমু পেলে চুমু খাব, কার বাপের কী’
আরও পড়ুন: প্রাক্তন কিরণের 'লাপাতা লেডিজ' অস্কারে, আমির বলছেন, ‘ভারতীয়রা মরিয়া হয়ে উঠেছে…’
‘হাউসফুল ৫’ সিনেমার শুটিং শেষ করেই অক্ষয় শুরু করবেন ‘ভূত বাংলো’ সিনেমার শুটিং। ‘ভুলভুলাইয়া’-র পর ফের আরও একবার একটি হরর কমেডি সিনেমায় অভিনয় করবেন অক্ষয় কুমার। বহু বছর পরে এই সিনেমায় প্রিয়দর্শনের সঙ্গে কাজ করবেন অক্ষয়। ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। আপাতত সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।