বলিউডের প্রবীণ মেগাস্টার অমিতাভ বচ্চন শুধু অসাধারণ অভিনয় দক্ষতার জন্য পরিচিত তা নয়, এটি অসাধারণ ব্যক্তিত্বের জন্যেও জনপ্রিয়। সমসাময়িক প্রত্যেক অভিনেতাকে পেছনে ফেলে দিয়ে আজও তিনি সমানভাবে কাজ করে চলেছেন ক্যামেরার সামনে। শুধু সিনেমা নয়, কৌন বানেগা ক্রোড়পতি শোকে বছরের পর বছর ধরে করে রেখেছেন জনপ্রিয়।
অমিতাভের সাক্ষাৎকার মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। সম্প্রতি তেমনি একটি পুরনো ভিডিয়ো হঠাৎ করেই সামনে উঠে এলো অভিনেতার জন্মদিন উপলক্ষে। কিছুদিন আগেই ১১ অক্টোবর ৮২ বছরে পদার্পণ করেছেন অমিতাভ। জন্মদিন উপলক্ষে পুরনো কিছু ছবি এবং ভিডিয়ো ফের আরও একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
আরও পড়ুন: এবার ভৌতিক থ্রিলারে আলিয়া? স্ত্রী ২-র প্রযোজকের সঙ্গে আলাপচারিতা সারলেন কোন ছবি নিয়ে?
ভাইরাল ভিডিয়োটি ছিল একটি ব্রিটিশ টক শো-এর ভিডিয়ো। এই সাক্ষাৎকারে অমিতাভকে নিজের ব্যাপারে সমস্ত বিবরণ দিতে দেখা যায়। অমিতাভ বলেন, আমার জন্ম ১১ অক্টোবর ১৯৪২ সালে। আমার রাশি তুলা ১১ অক্টোবর তিনটের সময় আমি জন্ম নি। আমার উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি।
অমিতাভ আরও বলেন, আমার ওজন ৮২ কিলোগ্রামের কিছুটা বেশি। আমার জুতোর মাপ ৯। আমার কোমর ৩৪ ইঞ্চি। আমি নিউ বন্ড স্ট্রিটে কেনাকাটা করতে ভালোবাসি। আমাকে যদি কেউ উপহার দিতে চান, তাহলে আমাকে সেখানেই নিয়ে যেতে হবে কেনাকাটা করাতে।
আরও পড়ুন: কালো মনোকিনিতে উষ্ণতার পারদ চড়ালেন মানুষী! কার সঙ্গে পাহাড়ঘেরা সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন?
আরও পড়ুন: ঘুমের গড়বড় থেকে স্টিফনেসের সমস্যায় জেরবার! পুরোনো ছন্দে ফিরতে গরমের মধ্যে এটা কী করলেন প্রীতি?
আলাপচারিতার সময় যখন হোস্ট বলেন, দর্শকদের তরফ থেকে আপনার জন্য কিছু প্রশ্ন রয়েছে। সামান্থা গিলের কাছ থেকে একটি প্রশ্ন আমরা পেয়েছি। সামান্থা জানতে চান, আপনার বাড়িতে যে কুকুরগুলি রয়েছে সেগুলির নাম কী? উত্তরে অমিতাভ বলেন, আমার কাছে তিনটি কুকুর আছে। দুটি অ্যালসেশিয়ান এবং এটি সেন্ট বার্নাড। অ্যালসেশিয়ান দের নাম ফ্রাঙ্কো এবং নিরো। সেন্ট বার্নাড কুকুরটির নাম বার্ট্রামের বার্টি।
অমিতাভের উত্তর শেষ হবার পর হোস্ট বলেন, নামগুলি বড্ড সুন্দর। আমার কাছেও একটি কুকুর রয়েছে, আপনি যদি তার নামকরণ করেন তাহলে খুব ভালো হয়। হোস্টের মুখে এই কথা শুনে আমি দেবো বলেন, কুকুরটি যদি ছোট হয় তাহলে একটি পাঞ্জাবি নাম রাখাই যায়। যদি কুকুরটি বড় হয় তাহলে আপনি গব্বর সিং রাখতে পারেন। এই কথা বলে হেসে ওঠেন অমিতাভ বচ্চন।