ধর্মেন্দ্র পুত্র ববি দেওল কেরিয়ারের প্রথম দিকে সাফল্য অর্জন করলেও পরবর্তী সময়ে ববির একের পর এক সিনেমা যখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, তখন কিছুটা সময়ের জন্য সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। তবে অবশেষে ২০২৩ সালে ‘অ্যানিম্যাল’ সিনেমার মাধ্যমে আবার একবার নিজেকে প্রমাণ করলেন তিনি, বোঝালেন তিনিই হলেন জাত অভিনেতা।
তবে অভিনয় জগতে নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যতটা কষ্ট তিনি করেছিলেন ঠিক ততটাই কষ্ট করেছিলেন নিজের স্ত্রীকে নিজের করে নেওয়ার ক্ষেত্রে। ইতালির একটি ক্যাফেতে প্রথম তানিয়াকে দেখেন তিনি। তানিয়াকে প্রথম দেখেই তাঁর প্রেমে পড়ে যান ববি, কিন্তু তানিয়ার থেকে কোনও গ্রিন সিগনাল তখন পাওয়া যায়নি।
আরও পড়ুন: পুষ্পা ২-র প্রিমিয়ারে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার, ৮ দিন পর গ্রেফতার আল্লু অর্জুন!
আরও পড়ুন: বিয়ে করেলন পঞ্চায়েতের গণেশ! দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে নিকাহ পড়েই আদুরে ছবি পোস্ট আসিফের
পুরনো দিনের কথা বলতে গিয়ে ববি বলেন, ‘প্রথম দেখাতেই তানিয়ার প্রেমে পড়ে যাই। কিন্তু তানিয়ার তরফ থেকে আমি প্রথমে কোনও সাড়া পাইনি। যদিও তাতে বিন্দুমাত্র ভেঙে পড়িনি আমি। আমি বারবার ওর সঙ্গে দেখা করেছি। আমি জানতাম আমাদের মধ্যে সম্পর্ক একদিন ঠিক তৈরি হবে।’
ববি আরও বলেন, ‘বেশ কয়েক মাস পর আমাদের দেখা হয় এবং অবশেষে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে আমি বেশি দেরি করিনি। আমার বাড়ি থেকে বিয়ের জন্য তাড়া দিচ্ছিল তাই সম্পর্ক শুরু হওয়ার ২ মাসের মধ্যেই আমরা বিয়ে করে ফেলি। তারপর থেকে শুরু হয় দাম্পত্য জীবন।’
ববির কথায়, তানিয়া প্রথমে তাঁকে চিনতেন না। তিনি যে একজন অভিনেতা সেটাই জানতেন না তানিয়া। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে আলাপ হয় ববি এবং তানিয়ার। ববির পরিচয় না জানার কারণে প্রথম থেকেই তাঁকে পাত্তা দেননি তানিয়া। ডেটিং শুরু করার পর তানিয়া জানতে পারেন ববির পরিচয় এবং তখন প্রথম ববির সিনেমা তিনি দেখেন।
প্রসঙ্গত, তাই ২৯ বছর ধরে সুখের সংসার করছেন ববি এবং তানিয়া। সোশ্যাল মিডিয়া থেকে বেশ দূরেই থাকেন তানিয়া। লাইমলাইটেও আসতে পছন্দ করেন না তিনি। তবে এটা মানতেই হবে, সৌন্দর্যের দিক থেকে যে কোনও অভিনেত্রীকে সহজেই পিছনে ফেলে দিতে পারেন তানিয়া।