প্রায় বছর খানেক হল অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে রেখেছেন আমির খান। সম্প্রতি মায়ের চিকিৎসার জন্য মুম্বই ছেড়ে চেন্নাই যাওয়ার তোড়জোড়ও করছেন তিনি। আগামী ২ মাস চেন্নাইয়ে থাকবেন তিনি। এরই মধ্যে খবর এলো, অভিনেতার মুম্বইয়ের বাসভবন ভাঙা হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত?
মুম্বইয়ের আভিজাত এলাকা পালি হিল। সেখানেই বেলা ভিস্তা এবং মারিনা নামের দুটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট রয়েছে আমির খানের। জানা গেছে, এই দুটি ফ্ল্যাটের মধ্যে একটি ভেঙে ফেলা হবে। অভিনেতার নতুন আবাসন তৈরি করা হবে।
আবাসনটি ভেঙে বাংলো তৈরি করতে চান অভিনেতা। ২০১৯ সাল থেকে মারিনা আবাসনের বাসিন্দা আমির। তবে আমিরের এই সিদ্ধান্তে প্রথম অন্য আবাসিকরা রাজি ছিলেন না, যদিও পড়ে সে সিদ্ধান্ত বদল করেন তাঁরা।
আরও পড়ুন: বর্তমান সিরিয়ালের নায়করা 'রেডিমেড অভিনেতা', দাবি শাশ্বতর! কেন বললেন, 'ওদের দেখলে কষ্ট হয়'?
আরও পড়ুন: পাঞ্জাবি বরের বাঙালি কনে! রাজকন্যে পায়েলকে আর্শীবাদ দিতে হাজির মুখ্যমন্ত্রী, দেখুন ছবি
তবে শুধু মারিনা আবাসন নয়, আশেপাশের আরও একটি আবাসন ভেঙে বড় একটি বাংলো তৈরি করা হবে বলে জানা গেছে। আগামী বছর থেকেই এই বাংলো তৈরির কাজ শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সমস্ত কাজ শেষ হতেই সময় লাগবে তিন বছর।
তবে অভিনয় থেকে দূরে থাকলেও প্রযোজক হিসাবে আমির কিন্তু এখনও কাজ করে চলেছেন। আমিরের নতুন প্রজেক্ট ‘লাহোর ১৯৪৭’ খুব শীঘ্রই আসবে সিনেমা হলে। এই সিনেমায় নায়কের ভূমিকা অভিনয় করতে দেখা যাবে সানি দেওলকে। পরিচালনার দায়িত্বে থাকবেন রাজকুমার সন্তোষী।
আরও পড়ুন: শ্রেয়া-সুনীধি-নেহা নন,দেশের সবচেয়ে ধনী গায়িকাকে চেনেন? সম্পত্তির পরিমাণ ২১০ কোটি
এবার আপনি যদি আমিরকে নায়ক হিসেবে দেখতে চান তাহলে তার জন্যও বেশি অপেক্ষা করতে হবে না আপনাকে। ২০০৭ সালের ‘তারে জামিন পার’ সিনেমার গল্পের সমসাময়িক আরও একটি গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে ‘জামিন তারে পার’।
‘তারে জামিন পার’ সিনেমাটি যেমন আপনাকে কাঁদিয়েছিল তেমন এই সিনেমাটি আপনাকে হাসাবে। ঈশানের মতো ১০ জন মানসিক চ্যালেঞ্জিং মানুষকে দেখানো হবে এই সিনেমায়। ২০১৮ সালের স্প্যানিশ চলচ্চিত্র ‘চ্যাম্পিয়ন’-এর উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হচ্ছে। ২০২৩ সালের সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করা হলেও সিনেমার শুটিং এখনও শুরু হয়নি।