গত ১৫ নভেম্বর সারা দেশ জুড়ে মুক্তি পেয়েছে বহু চর্চিত ‘দ্য সবরমতী রিপোর্ট’। অভিনয় করেছেন বিক্রান্ত মাসে, রাশি খান্না, বরখা সিং, রিদ্ধি ডোগরা-সহ আরো অনেকেই। সবরমতী এক্সপ্রেসের দুর্ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এই সিনেমাটি।
সাধারণ মানুষের পাশাপাশি সোমবার বিকেলে সংসদ গ্রন্থাগার ভবনে বাল যোগী অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সিনেমাটি দেখেন বিক্রান্ত। উপস্থিত ছিলেন মান্ডির বিজেপি সাংসদ কঙ্কনা রানাওয়াতও।
আরও পড়ুন: ড্রাম ছেড়ে ধরলেন বাটি, ধোসার দোকানে শিবমণি বিদ্যার্থীর ভিডিয়ো হল ভাইরাল
আরও পড়ুন: ট্যালেন্ট থাকা সত্ত্বেও রাজকুমারকে আজকাল পছন্দ নয় দর্শকদের! কী বলছেন তাঁরা?
স্ক্রিনিং শেষে কঙ্গনা পাপারাৎজিদের উদ্দেশে প্রশ্ন করেন বলেন, ‘আপনারা সকলে সিনেমাটি দেখেছেন?’ কঙ্কনার প্রশ্নের উত্তরে ছবি শিকারীরা বলেন, ‘না’। এই কথা শোনার পর কঙ্কনা বলেন, ‘আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের সকলের একবার হলেও সিনেমাটি দেখা উচিত। এত বাজে সিনেমা দেখে বেড়ান একটা ভালো সিনেমা দেখতে পারেন না?’
প্রসঙ্গত, ‘দ্য সবরমতী রিপোর্ট’ মুক্তি পাওয়ার পর ইনস্টাগ্রাম পোস্টে স্বেচ্ছা অবসরের কথা ঘোষণা করেছেন বিক্রান্ত। বিক্রান্ত বলেন, ২০২৫ সালে আপনাদের সঙ্গে শেষ দেখা হবে। এতদিন এত ভালবাসা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। এবার নতুন করে শুরু করার পালা, বাড়ি ফেরার সময় এসেছে। যবে সময় হবে তবে আবার ঠিক ফিরে আসবো। যদিও পরে তিনি জানান, মোটেও এত জলদি রিটায়ার করার পরিকল্পনা করছেন না। শরীর অসুস্থ, কাজের চাপে কেটেছে দীর্ঘ সময়, তাই একটু বিরতি চান!
আরও পড়ুন: সিদ্ধার্থ-অদিতির রূপকথার বিয়ে, নেচেকুঁদে পার্টি মাতালেন ফারহা-সোনাক্ষী, আর কী হল?
আরও পড়ুন: ভাইরাল ‘গুলাবি শরারা’য় জমিয়ে ঠুমকা ধোনির, সাক্ষীকে দিলেন টেক্কা! মাহির চেয়ে বয়সে কত ছোট তাঁর বউ?
প্রসঙ্গত, ধীরাজ শর্মা পরিচালিত বালাজি মোশন পিকচার্স, ভিকি ফিল্মস এবং জি স্টুডিওর ব্যানারে তৈরি হয়েছে এই সিনেমাটি। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের এস ৬ কামরায় আগুন লাগার ঘটনাকে ঘিরে তৈরি করা হয়েছে সিনেমাটি।
৫০ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি ইতিমধ্যেই বক্স অফিস থেকে ৩৫.৫৬ কোটি টাকা উপার্জন করেছে। ওড়িশা, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, ছত্রিশগড়, গুজরাটের মতো রাজ্যে ছবিটি করমুক্ত ঘোষণা করে দেওয়া হয়েছে।